
ছবি: সংগৃহীত
ঈদে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘জংলি’। ঢালিউডের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি সিনেমাটির টিজার মুক্তি পায়, যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ১ মিনিট ১১ সেকেন্ডের এই টিজারে সিনেমার গল্প নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, ‘বরবাদ’ এবং ‘দাগি’ সিনেমার পর ‘জংলি’ হবে এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা।
এছাড়া, সিনেমাটির নতুন গান 'বন্ধু গো শোনো' সম্প্রতি প্রকাশ পেয়েছে, যেখানে সিয়াম ও বুবলীর রোম্যান্স মন জয় করেছে দর্শকদের। গানটির কথা ও সুর নব্বইয়ের দশকের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ করেছেন। প্রিন্স মাহমুদ নব্বইয়ের দশকের অন্যতম প্রভাবশালী সুরকার ও গীতিকার, যিনি তার সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন।
গানটির পেছনে হাত রয়েছে আরও কিছু নামী শিল্পীর, যারা এই গানটি গেয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সিয়াম আহমেদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘বন্ধু গো শোনো’ গানের সবার মধ্যে একটি নাইন্টিজ ভাইব রয়েছে। সিয়াম বলেন, তিনি এবং সহশিল্পী বুবলী উভয়েই নাইন্টিজ কিড, আর সিনেমাটির বেশিরভাগ কর্মীও এই প্রজন্মের। সিয়াম বলেন, "নাইন্টিজের সেই সময়, সেই গান, সেই সরলতা, সবকিছু এখনো আমাদের কাছে খুবই প্রিয়।"
তিনি আরও জানান, যখন তারা প্রিন্স মাহমুদকে তাদের সিনেমার জন্য গান তৈরি করতে বলেন, তখন তার আবদার ছিল একটি সহজিয়া কথা এবং সরল সুরের ভালোবাসার গান। প্রিন্স মাহমুদ সেই আবদার পুরণ করে উপহার দেন 'বন্ধু গো শোনো' গানটি।
‘জংলি’ সিনেমায় মোট চারটি গান রয়েছে, আর এই সিনেমার প্রতিটি গানের সুর করেছেন প্রিন্স মাহমুদ। এটি এমন একটি সিনেমা, যার সমস্ত গানের সুর প্রিন্স মাহমুদ করেছেন, যা সিনেমার জন্য একটি বিশেষ দিক।
বাংলাবার্তা/এমএইচ