
ছবি: সংগৃহীত
অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন, অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য চাকরি হারিয়েছেন এক যুবক। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় শবনম ফারিয়া তার ফেসবুকে একটি পোস্ট করে এই তথ্য জানান।
জানা গেছে, ১৮ মার্চ শবনম ফারিয়া একটি ফেসবুক পোস্ট করেন, যেখানে বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান তার পোস্টের মন্তব্যে কু-মন্তব্য করেন। শবনম ফারিয়া তার পোস্টে রাকিবুলের মন্তব্যের স্ক্রিনশট এবং প্রোফাইলের ছবি শেয়ার করে প্রতিবাদ জানান। এরপরই রাকিবুলের আপত্তিকর মন্তব্যটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় সাজিদা ফাউন্ডেশন তৎক্ষণাৎ একটি পোস্ট দিয়ে জানায়, তারা বিষয়টি তদন্ত করছে। পরবর্তীতে তদন্তে রাকিবুল হাসানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রতিষ্ঠানটি তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়।
https://www.facebook.com/photo.php?fbid=1217790019706131&set=a.257072589111217&type=3&ref=embed_post
ফারিয়া এই ঘটনাটি নিয়ে তার ফেসবুকে আরও লিখেছেন, "আমি অত্যন্ত কৃতজ্ঞ যে প্রতিষ্ঠানটি বিষয়টিকে খুব গুরুত্বসহকারে নিয়েছে। তারা নারীর প্রতি সহিংসতা ও অবমাননার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং অন্যদের জন্য এক উদাহরণ স্থাপন করেছে।"
উল্লেখযোগ্য যে, গত ১৬ মার্চ একটি প্রসাধন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে শবনম ফারিয়া ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমসহ বেশ কিছু তারকার সঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেওয়া শবনম ফারিয়া ও অন্যান্য ক্রিকেটারদের মধ্যে কিছু মজার মুহূর্তের ভিডিও প্রকাশিত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ওই যুবক একটি আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা পরবর্তীতে শবনম ফারিয়ার পোস্টের মাধ্যমে প্রকাশ পায়।
এ ঘটনা নিয়ে শবনম ফারিয়ার সাহসী পদক্ষেপ প্রশংসিত হচ্ছে এবং এটি নারী অধিকারের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ