
ফাইল ছবি
জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন অবশেষে শেয়ার করেছেন তার কঠিন সংগ্রামের কথা। গত প্রায় আড়াই বছর ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। শনিবার রাজধানীর বনানীতে আয়োজিত একটি পোশাক প্রদর্শনীর মঞ্চে নিজেই এ বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে জানান তিনি।
‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামের এই প্রদর্শনীটি আয়োজিত হয়েছিল উজ্জ্বলা ফাউন্ডেশনের পক্ষ থেকে, যেখানে প্রাপ্ত অর্থ ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হবে। প্রদর্শনীর চলাকালে সামিয়া জানান, ২০২২ সালের এপ্রিল মাসে তার ক্যানসার ধরা পড়ে, তখন তা ছিল স্টেজ ফোরে। তিনি বলেন, “কোভিড পরিস্থিতির পর, যখন দেশগুলো ধীরে ধীরে খুলছিল, তখনই এই খবরটা শুনি। আমার পরিবার এটা শুনে খুব ভেঙে পড়েছিল, কিন্তু আমি মনে করেছি, এটা একটি রোগ; লড়াই করতে হবে অথবা চিকিৎসার উপায় খুঁজে বের করতে হবে। ভয় না পেয়ে আমি এ ব্যাপারে গবেষণা করি।”
সামিয়া আরও বলেন, "এমন একটা সময়ে মানসিকভাবে শক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি আমার পরিবারের জন্য শক্তির উৎস হতে চেয়েছিলাম। সহানুভূতির জন্য কাউকে কিছু বলতে চাইনি, বরং দৃঢ়চেতা থাকতে চেয়েছিলাম, যাতে আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।”
ক্যানসার নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, "আমরা অনেক সময় মনের মধ্যে চিন্তা করি, জীবন শেষ হয়ে গেছে। কিন্তু এটা একদম ভুল ধারণা। যদি আমরা মানসিকভাবে শক্ত থাকতে পারি এবং জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে পারি, তাহলে এই কঠিন সময় কাটিয়ে ওঠা সম্ভব। এটি অবশ্যই সময় সাপেক্ষ, তবে জীবনযাত্রা যদি ঠিক থাকে, তবে পরবর্তীতে এটি আর হওয়ার সম্ভাবনা থাকে না।"
বর্তমানে সামিয়া আফরিন তার শরীরিক ও মানসিক অবস্থার বিষয়ে বলেন, “প্রতি ঘরেই এক-দুজন ক্যানসার রোগী আছেন, আমি নিজেও একজন ক্যানসারের রোগী। তবে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রায় আড়াই বছর ধরে আমি ক্যানসারের সঙ্গে লড়াই করছি।”
এক সময় নিয়মিত টিভি উপস্থাপনা এবং নাটকে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন সামিয়া আফরিন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘পাপপূণ্য’, ‘ধুলোর মানুষ’, ‘মানুষের ঘ্রাণ’ এবং ‘ব্লাফমাস্টার’ বেশ জনপ্রিয়। ক্যানসারের মতো মরণব্যাধির সঙ্গে যুদ্ধ করেও তার অটুট মনোবল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অনেককেই অনুপ্রাণিত করেছে।
বাংলাবার্তা/এমএইচ