
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে নতুন নতুন কাজ ও ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজেকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলতে বৈচিত্র্যময় ফটোশুট করছেন তিনি। পাশাপাশি নিয়মিত ব্যায়াম করে নিজেকে ফিট রাখছেন, যা তার সাম্প্রতিক ছবিতেই স্পষ্ট।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কালো পোশাকে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। সেখানে খোলা চুলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। তার এই নতুন লুক ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছে।
তবে শুধু ছবিই নয়, ক্যাপশনেও রেখেছেন চমক। তিনি লিখেছেন, ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।’
অপুর এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জল্পনা। নেটিজেনদের অনেকে বলছেন, তিনি কি কাউকে বিশেষভাবে খোঁচা দিচ্ছেন? কেউ কেউ আবার বলছেন, এটি নিছকই তার ব্যক্তিগত মতামত। তবে তার অনুরাগীরা প্রশংসায় ভাসাচ্ছেন। একজন লিখেছেন, ‘অপু ম্যাম, আপনি বরাবরের মতোই অনন্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ড্রামা কুইনরা শুনে নিক! আপনি সত্যিকারের ডিভা।’
অপু বিশ্বাসের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে তিনি ঢালিউডে জনপ্রিয়তা পান। তবে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল ‘কাল সকালে’ সিনেমার পার্শ্ব চরিত্র দিয়ে। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দেন তিনি।
অপু ও শাকিব খানের প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে বহু আলোচনার জন্ম দিয়েছে ঢালিউড। ২০০৮ সালে তারা গোপনে বিয়ে করলেও, সেই খবর প্রকাশ্যে আসে অনেক পরে। ২০১৭ সালে এক টেলিভিশন সাক্ষাৎকারে অপু নিজেই বিষয়টি প্রকাশ করেন। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে অপু বিশ্বাস তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। তার সাম্প্রতিক মন্তব্য ও স্টাইল স্টেটমেন্ট ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে এই ‘ড্রামা কুইন’ সংক্রান্ত মন্তব্য কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, তা নিয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।
বাংলাবার্তা/এমএইচ