
ছবি: সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। প্রথমে সাধারণ গ্যাস্ট্রিকের ব্যথা বলে মনে করা হলেও পরে জানা যায়, তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং দ্রুতই তার হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তামিমের এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন দেশের কোটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। ক্রিকেট ভক্তদের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থনা জানিয়েছেন তার সুস্থতার জন্য।
বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অন্যতম গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো তামিম ভাই। তোমাকে আবার মাঠে দেখতে চাই।’
তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ লিখেছেন, ‘ইয়া রাব্বুল আলামিন, আপনি তামিম ইকবালকে দ্রুত সুস্থ করে দিন।’
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘গেট ওয়েল সুন ভাই। তোমার শক্ত প্রত্যাবর্তনের অপেক্ষায়।’
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘সুস্থ হয়ে ফিরে আসুন তামিম ভাই, আল্লাহ আপনার সহায় হোন।’
চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন।’
অভিনেতা ওমর সানী লিখেছেন, ‘আমরা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন। তামিম মানেই বাংলাদেশ!’
অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা করছি। তাকে আমার প্রার্থনায় রাখছি।’
অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। ক্রিকেটপ্রেমীরা আপনাকে মাঠে ফিরে পেতে চায়।’
তামিম ইকবালের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভক্ত-সমর্থকরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং তার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন।
বাংলাবার্তা/এমএইচ