
ফাইল ছবি
বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে সবসময়ই থাকে নানা আলোচনা-সমালোচনা। তবে এবারের বিতর্কের কেন্দ্রবিন্দু তার নতুন ছবি ‘সিকান্দার’ এবং এতে তার নায়িকা নির্বাচনের বিষয়টি। ছবিটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা, যার বয়স ২৮ বছর, আর সালমানের ৫৯। ৩১ বছরের এই বয়সের ব্যবধান নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছে জোরেশোরে।
এত পার্থক্য থাকা সত্ত্বেও কেন তাদের জুটি করা হলো—এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এ বিষয়টি নিয়েই সম্প্রতি এক সাংবাদিক প্রশ্ন করলে মজার উত্তর দেন ভাইজান।
সালমানের মজার উত্তর
সিকান্দারের ঝলক (ট্রেলার) মুক্তির অনুষ্ঠানে এক সাংবাদিক সরাসরি সালমানের বয়সের প্রসঙ্গ তোলেন। বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন শুনে হাসতে হাসতে সালমান বলেন, “যখন আমার সঙ্গে এই বয়সের পার্থক্য নিয়ে নায়িকার নিজের কোনো সমস্যা নেই, তখন আপনার এত সমস্যা হচ্ছে কেন?”
তারপর আরও মজার ছলে তিনি যোগ করেন, “আর একটা কথা— যখন রাশমিকা বিয়ে করবে, তার সন্তান হবে, তখন সেই মেয়ের বিপরীতেও আমি পর্দায় অভিনয় করব! আমি নিশ্চিত, তখনও মেয়ের মায়ের অনুমতি পেয়ে যাব!”
সালমানের রসিক জবাব শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। মঞ্চে থাকা কলাকুশলীরাও হাসিতে ফেটে পড়েন।
সালমানের নতুন ছবি ‘সিকান্দার’
বহু চড়াই-উতরাই পেরিয়ে সালমানের নতুন ছবি ‘সিকান্দার’ অবশেষে মুক্তি পাচ্ছে ঈদ উপলক্ষে। ছবির শুটিং চলাকালীন সময়েই তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হত্যার হুমকি পান। তবে এতে দমে না গিয়ে দেশের বিভিন্ন স্থানে ছবির শুটিং শেষ করেন তিনি।
সিনেমাটিতে সালমানের পাশাপাশি অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশী ও প্রতীক বাবর। এছাড়াও ছবিতে থাকছেন অঞ্জিনী ধাওয়ান, যিনি বরুণ ধাওয়ানের ভাগ্নি।
এই বয়সেও সালমানের অভিনয় ও ক্যারিশমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তার মজার জবাব এবং আত্মবিশ্বাসের কারণে ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে প্রত্যাশা বেড়েছে কয়েকগুণ। এখন শুধু অপেক্ষা, ঈদে ‘সিকান্দার’ মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয়!
বাংলাবার্তা/এমএইচ