
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী, ব্যক্তিগত জীবন এবং শাকিব খানের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন। তবে, সন্তানের বাবা হিসেবে শাকিব খানের প্রতি তাদের শ্রদ্ধা ও সম্মান বরাবরই প্রকাশ পায়। বিভিন্ন সময়ে তাদেরকে শাকিব খানের সমস্যায় পাশে দাঁড়াতে দেখা গেছে, তবে এই মুহূর্তে শাকিবের নতুন সিনেমা 'বরবাদ' নিয়ে জটিলতার সময়ে বুবলী সক্রিয়ভাবে কথা বললেও, অপু বিশ্বাস এই বিষয়ে নীরব।
সাম্প্রতিক সময়ে 'বরবাদ' সিনেমার ছাড়পত্রের জন্য জটিলতার সম্মুখীন হন শাকিব খান। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির আনকাট ছাড়পত্র দিতে আপত্তি জানায়, যার ফলে সিনেমার মুক্তি নিয়ে সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতিতে, বুবলী তার সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সরব হয়ে শাকিব খানের সিনেমা নিয়ে নিজের মতামত জানান।
বুবলী লিখেছেন, “একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, প্রযোজক, নির্মাতা, শিল্পী এবং কলাকুশলীদের কঠোর পরিশ্রম থাকে। যখন সেই স্বপ্ন পূর্ণ হয়, তখন সবার পরিশ্রম সার্থক হয়। যেমন আমরা 'জংলি' সিনেমা দর্শকদের দেখাতে চাই, তেমনি 'বরবাদ', 'দাগি', 'জ্বীন' এবং 'চক্কর'-এর মতো অন্যান্য সিনেমাও দর্শক দেখতে চাই।” তিনি আরও জানান, ‘বরবাদ’-এর মুক্তি নিয়ে সমস্ত জটিলতার সমাধান আশা করেন তিনি এবং সিনেমাটি দর্শকরা খুব শীঘ্রই দেখতে পাবেন।
এদিকে, ‘বরবাদ’-এর সার্টিফিকেশন সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পী ও কলাকুশলীও শাকিব খানের পাশে দাঁড়িয়েছেন। নায়ক সিয়াম আহমেদ, গায়ক ইমরান মাহমুদুলসহ আরও অনেকেই তার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যদিও অপু বিশ্বাস এখনও এ বিষয়ে কোন মন্তব্য করেননি, তিনি বরাবরই শাকিবের সন্তানদের প্রতি এক ধরনের দায়িত্ববোধ ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।
এখন দেখার বিষয়, এই জটিলতার সমাধান কিভাবে আসে এবং শাকিব খান তার সিনেমাটি মুক্তি পেতে সক্ষম হন কি না।
বাংলাবার্তা/এমএইচ