
ছবি: সংগৃহীত
বলিউডের ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দর’ মুক্তির আর মাত্র চারদিন বাকি। তবে এরই মধ্যে ছবিটি বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে। অগ্রিম টিকিট বিক্রির হিসাব বলছে, মুক্তির আগেই এটি ব্লকবাস্টার হিটের পথে এগিয়ে চলেছে।
গতকাল থেকে শুরু হয়েছে ‘সিকান্দর’-এর অগ্রিম বুকিং। মাত্র এক ঘণ্টার ব্যবধানে বিক্রি হয়েছে ৪০ হাজার টিকিট, যা শুধুমাত্র হিন্দি ভাষার ২ডি ভার্সনের জন্য। এতে ইতোমধ্যে আয় হয়েছে ১.১৩ কোটি টাকা। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের মতে, ব্লক বুকিংসহ মোট অগ্রিম বিক্রির পরিমাণ ৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
সিনেমাবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। দিল্লিতে সর্বোচ্চ ২১.৮৪ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, যেখানে ২০.৩৯ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে।
ভারতজুড়ে ‘সিকান্দর’ প্রদর্শিত হবে ৭,৯৫২টি স্ক্রিনে, যা বলিউডের অন্যতম বৃহৎ মুক্তির তালিকায় স্থান পাবে। সেন্সর বোর্ডের অনুমোদনের সময় সিনেমাটিতে খুব বেশি কাটছাঁট করা হয়নি। কেবলমাত্র কিছু দৃশ্য ঝাপসা করা হয়েছে এবং কয়েকটি সংলাপ ‘মিউট’ করা হয়েছে।
এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দর’ প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস ও নাদিয়াদওয়ালা অ্যান্ড সন্স। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। একদিন আগেই প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার, যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, মুক্তির আগেই ৭০ থেকে ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যেতে পারে। বক্স অফিসে ‘সিকান্দর’ যে বড়সড় সাফল্য পেতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। এখন শুধু অপেক্ষা ৩০ মার্চের, যখন পর্দায় ধরা দেবে সালমান খানের নতুন অ্যাকশন অবতার।
বাংলাবার্তা/এমএইচ