
ছবি: সংগৃহীত
যা ছিল কানাঘুষা, তা-ই হলো সত্যি! ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ‘তাণ্ডব’ নামের এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।
আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে পরিচালক রায়হান রাফী নির্মাণ করছেন ‘তাণ্ডব’। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু করেছেন শাকিব খান। ২৮ মার্চ, তার জন্মদিনে, সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান।
সিনেমাটিতে কাজ করা নিয়ে সাবিলা নূর বেশ কিছুদিন ধরে নানা গুঞ্জনের মধ্যে ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,
"কথা হচ্ছে, তবে কিছু নিশ্চিত নয়। একাধিক সিনেমা নিয়ে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু বদলে যেতে পারে, তাই শুটিং শুরুর আগে কিছু বলতে চাই না। একবার তো শুটিং পর্যন্ত গিয়েও একটি সিনেমা বাতিল হয়ে গিয়েছিল!"
এমন মন্তব্যের পর থেকেই সিনেমা নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রযোজনা সূত্র নিশ্চিত করেছে, ‘তাণ্ডব’-এ শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে।
সিনেমাটির গল্প সম্পর্কে জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’। শাকিব খান এতে থাকছেন এক শক্তিশালী চরিত্রে। অন্যদিকে সাবিলা নূরও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
সব কিছু ঠিক থাকলে, আসন্ন কোরবানি ঈদেই মুক্তি পাবে ‘তাণ্ডব’। বড় পর্দায় সাবিলার অভিষেক কেমন হয়, শাকিব খানের সঙ্গে তার রসায়ন কেমন জমে—তা দেখার অপেক্ষায় ভক্তরা।
বাংলাবার্তা/এমএইচ