
ছবি: সংগৃহীত
টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন স্টেজ শো ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। সম্প্রতি এমনই এক আয়োজনে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি।
একটি স্টেজ পারফরম্যান্সে অংশ নিতে গিয়েছিলেন শ্রাবন্তী। আয়োজকরা তার নিরাপত্তার জন্য মঞ্চ পর্যন্ত যাওয়ার বিশেষ ব্যবস্থা করেছিলেন। বাঁশ দিয়ে নির্দিষ্ট পথ তৈরি করে নিরাপত্তারক্ষীদের সহায়তায় তাকে মঞ্চে নেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু উত্তেজিত জনতার চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ভিড়ের মধ্যে এক যুবক অভিনেত্রীর দিকে অশালীনভাবে হাত বাড়িয়ে দেন। বিষয়টি সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন শ্রাবন্তী। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ওই যুবকের দিকে তেড়ে যান এবং সপাটে থাপ্পড় মারেন। আশপাশের নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন এবং শ্রাবন্তীকে নিরাপদে মঞ্চে নিয়ে যান।
এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ভিড়ের মধ্যে কেউ কেউ অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার জন্য ধাক্কাধাক্কি করছেন, আবার কেউ তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। এ ধরনের আচরণে নেটিজেনরা ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
শ্রাবন্তীর অনেক ভক্তই তার নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে আয়োজকদের আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর শ্রাবন্তী নিজেও হতাশা প্রকাশ করেছেন। শো শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এভাবে কেউ হাত বাড়িয়ে দিলে সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমাদেরও সম্মান আছে, সবার সচেতন হওয়া উচিত।"
ঘটনার পর আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে তারা নিরাপত্তা আরও জোরদার করবেন, যাতে এ ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।
বাংলাবার্তা/এমএইচ