
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। মূলত সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্ষার মতে, তার সন্তানরা বড় হলে মা হিসেবে তাকে নায়িকার ভূমিকায় মেনে নেবে কি না— এ নিয়ে সংশয়ে আছেন তিনি। তাই হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষ করেই তিনি অভিনয়কে বিদায় জানাবেন।
তবে বর্ষার এই মন্তব্য ঘিরে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ঢালিউডের অনেক অভিনেত্রী বর্ষার বক্তব্য ভালোভাবে নেননি। সেই তালিকায় আছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিও।
পরীমনির খোলামেলা প্রতিক্রিয়া
বর্ষার বক্তব্যকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি। সামাজিক মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বর্ষার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। যদিও কোথাও সরাসরি বর্ষার নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য স্পষ্টভাবেই বর্ষাকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে।
স্ট্যাটাসের শুরুতেই পরীমনি লিখেছেন, “জ্বি ছোট্ট আপা, একদম ঠিক বলেছেন আপনি। তবে আপনার সন্তানদের কাছে মা হিসেবে আপনাকে গ্রহণ করার প্রশ্নই আসবে না, কারণ আপনি যা করেছেন, তা আজীবন থেকে যাবে।”
বর্ষার অভিনয় ছাড়ার কারণকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করে পরীমনি আরও লেখেন, “এত বছর পর এসে সন্তানদের কথা বলছেন, অথচ আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন, সেটা কি একবারও ভেবেছেন? কত বছর ধরে ইন্ডাস্ট্রিকে ডুবাচ্ছেন, সেটাও একবার ভাবুন।”
'মেয়েদের বাজার' মন্তব্যে ক্ষোভ
সংবাদ সম্মেলনে স্বামী অনন্ত জলিলের প্রশংসা করতে গিয়ে বর্ষা বলেছিলেন, “অনন্তকে যদি মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয়, তাহলেও তিনি ঘুরে আমার কাছেই ফিরবেন।”
এই মন্তব্য নিয়েও চাঁচাছোলা ভাষায় আপত্তি জানিয়েছেন পরীমনি। তিনি লেখেন, “মেয়েদের বাজার? কী বোঝাতে চাইলেন কচি আপা? এটা কি কোনো পণ্য— আম, কচু, মুলা? আর বাজার হলে সমস্যা কী? যদি সেই বাজারের কোনো খরিদ্দারই না থাকে?”
পরীমনি আরও বলেন, “বাজার তৈরি হয় কারা? নারীদেরকে বাজার বানিয়েছে কারা? এসব নিয়ে কখনো ভেবেছেন?”
‘যদি ছাড়তেই চান, তাহলে এখনই ছাড়ুন’
বর্ষা জানিয়েছেন, হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষ করেই তিনি অভিনয় ছাড়বেন। এই প্রসঙ্গে পরীমনি তার স্ট্যাটাসে বলেন, “আপনি এতই বাস্তববাদী হলে এখনই অভিনয় ছেড়ে দিন। সিনেমা শেষ হওয়ার অপেক্ষায় কেন? যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে বিলম্ব কেন?”
মিশ্র প্রতিক্রিয়া
পরীমনির এই স্ট্যাটাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার স্পষ্টভাষীতার প্রশংসা করেছেন, আবার অনেকে তার ভাষার প্রয়োগ ও তীব্র কটাক্ষের জন্য সমালোচনা করছেন। তবে বরাবরই পরীমনি অকপট ও স্পষ্টভাষী— এই স্ট্যাটাসেও তার প্রমাণ মিলল।
বর্ষার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত এবং পরীমনির প্রতিক্রিয়া— দুই নিয়েই এখন সরগরম ঢালিউড। এখন দেখার বিষয়, বর্ষা কিংবা অনন্ত জলিল এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানান কি না!
বাংলাবার্তা/এমএইচ