
ছবি: সংগৃহীত
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট নিজের প্রতিভা ও অভিনয় দক্ষতার জন্য ইন্ডাস্ট্রিতে বেশ প্রশংসিত। ২০২৩ সালের ১৭ অক্টোবর তিনি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার অর্জন করেন। তবে সম্প্রতি অভিনেত্রী সারা আলি খান স্বীকার করেছেন, আলিয়ার এই অর্জনে ঈর্ষান্বিত হয়েছিলেন তিনি। শুধু পুরস্কার নয়, আলিয়ার ব্যক্তিগত জীবনকেও ‘সম্পূর্ণ’ বলে মনে করেছিলেন সারা।
এক সাক্ষাৎকারে এনডিটিভি যুবাকে সারা বলেন, ‘যখন আলিয়া জাতীয় পুরস্কার পেল, আমি মনে মনে ভাবলাম— সে পুরস্কার পেল, তার একটা বাচ্চাও আছে, তার জীবন তো পুরো সেট!’
তবে পরে সারা উপলব্ধি করেন, তিনি আলিয়ার কঠোর পরিশ্রম এবং তার সাফল্যের পেছনের সংগ্রামকে উপেক্ষা করেছিলেন। তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে তাকে অমানবিক করে ফেলেছিলাম। ঈর্ষা অনেক সময় আসে অজ্ঞানতা থেকে। মানুষ কেবলমাত্র অন্যের সাফল্য দেখে, কিন্তু তার পেছনের লড়াইটা বোঝে না।’
২০২২ সাল ছিল আলিয়া ভাটের জন্য অন্যতম সেরা বছর। বছরের শুরুতেই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অসাধারণ অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। এরপর এপ্রিল মাসে দীর্ঘদিনের প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেন এবং নভেম্বরে তাদের কন্যা রাহার জন্ম হয়। পেশাগত ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আলিয়া সফলতার চূড়ায় অবস্থান করছেন।
সারা আলি খানকে সর্বশেষ দেখা গেছে ‘স্কাইফোর্স’ সিনেমায়, যেখানে তিনি অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়ার সঙ্গে অভিনয় করেছেন। তার পরবর্তী সিনেমা ‘মেট্রো ইন দিনো’, যেখানে তিনি আদিত্য রায় কাপুর, আলি ফজল, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখ, কঙ্কনা সেনশর্মা এবং পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
অন্যদিকে, আলিয়া ভাট ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘আলফা’ নিয়ে, যা ২০২৪ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এছাড়াও, তিনি অভিনয় করছেন অ্যাকশনধর্মী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ, যেখানে তার সঙ্গে থাকবেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের মার্চ মাসে।
সারা ও আলিয়ার এই স্বীকারোক্তি ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব বলিউডে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে, যা প্রতিযোগিতার জগতে বিরল এক দৃষ্টান্ত।
বাংলাবার্তা/এমএইচ