
ছবি: সংগৃহীত
ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান পা রাখলেন জীবনের আরেকটি নতুন বছরে। শুক্রবার (২৮ মার্চ) ছিল এই সুপারস্টারের জন্মদিন। দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার পর্দায় রাজত্ব করছেন তিনি, উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা।
তবে তার ব্যক্তিজীবনও কম আলোচিত নয়। একসময়কার দুই প্রিয় মুখ অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও কোনো সম্পর্কই টেকেনি স্থায়ীভাবে। কিন্তু সম্পর্কের ভাঙন জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাধা হয়নি তাদের।
সাবেক স্ত্রী অপু বিশ্বাস জন্মদিনে বিশেষ ভালোবাসা জানিয়ে শাকিবের সঙ্গে একটি পুরোনো সিনেমার দৃশ্য পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাশট্যাগ দিয়ে যোগ করেছেন, ‘আমার শাহরুখ খান।’
অন্যদিকে, শবনম বুবলীও সামাজিক মাধ্যমে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন আবেগঘন শব্দে। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ তার পোস্টেও ছিল ভালোবাসার ইমোজি, যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে শাকিব খানের। এরপর ‘জানের জান’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘দুই পৃথিবী’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’সহ অসংখ্য হিট সিনেমায় তিনি নিজের দক্ষতা দেখিয়েছেন। এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে টালিউড ও বলিউডেও।
এবারের ঈদেও শাকিব ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক। তার দুটি সিনেমা— ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘বরবাদ’ এগিয়ে থাকলেও ‘অন্তরাত্মা’ও দর্শকদের আগ্রহের তালিকায় রয়েছে।
অভিনয়, ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের উত্থান-পতনের মধ্য দিয়েও শাকিব খান রয়েছেন আলোচনার কেন্দ্রে। জন্মদিনে প্রাক্তনদের এমন আবেগঘন পোস্টে ভক্তরাও যোগ দিয়েছেন শুভেচ্ছার স্রোতে।
বাংলাবার্তা/এমএইচ