
ছবি: সংগৃহীত
আর মাত্র দুই দিন পরই ঈদুল ফিতর। এই উৎসব শুধু আনন্দ আর উদযাপনের নয়, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতি বছর ঈদ উপলক্ষে বড় পরিসরে সিনেমা মুক্তির প্রতিযোগিতা চলে, এবারও তার ব্যতিক্রম হয়নি।
এবারের ঈদে ছয়টি সিনেমা মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বেশ কিছু সিনেমা দীর্ঘদিন আটকে থাকার পর এবার মুক্তি পাচ্ছে, আবার কিছু সিনেমা শেষ মুহূর্তে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে। সর্বশেষ ঘোষিত সিনেমাটি হলো ‘অন্তরাত্মা’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক।
এবারের ঈদে চমক হিসেবে এসেছে শাকিব খান অভিনীত পুরনো সিনেমা ‘অন্তরাত্মা’। এটি চার বছর আগে নির্মিত হলেও এতদিন মুক্তির আলোচনায় ছিল না। শেষ মুহূর্তে সেন্সর ছাড়পত্র নিয়ে সিনেমাটি মুক্তির তালিকায় জায়গা করে নিয়েছে। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।
এদিকে, ‘অন্তরাত্মা’ যুক্ত হওয়ায় এবার ঈদে শাকিব খান নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছেন! কারণ, একই সময় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে প্রচার-প্রচারণা।
এবারের ঈদে শাকিব খানের দুই সিনেমাসহ মোট ছয়টি সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাগুলো হলো:
‘অন্তরাত্মা’ (শাকিব খান, দর্শনা বণিক)
‘বরবাদ’ (শাকিব খান, ইধিকা পাল)
‘দাগি’ (আফরান নিশো, তমা মির্জা)
‘জংলি’ (সিয়াম আহমেদ, শবনম বুবলী, দীঘি)
‘চক্কর ৩০২’ (মোশাররফ করিম)
‘জ্বীন-৩’ (সজল, নুসরাত ফারিয়া)
এবারের ঈদের সিনেমাগুলোতে নতুন ও অভিজ্ঞ অভিনেতাদের সমন্বয় ঘটেছে।
দুবছর পর বড় পর্দায় ফিরছেন আফরান নিশো, তার নতুন সিনেমা ‘দাগি’ মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নিশোর বিপরীতে আছেন তমা মির্জা, যারা এর আগেও ‘সুড়ঙ্গ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।
সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটিও ঈদে মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন এম রাহিম।
মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমাটি প্রায় দুই বছর আগে নির্মিত হলেও এবার মুক্তি পেতে যাচ্ছে।
‘জ্বীন-৩’ সিনেমা নিয়ে আসছেন সজল ও নুসরাত ফারিয়া। এই সিনেমার মাধ্যমে সজল এখন নাটকের পাশাপাশি সিনেমায় আরও বেশি মনোযোগ দিচ্ছেন। এটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রুমান।
সবগুলো সিনেমা ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে এবং প্রচারের অংশ হিসেবে টিজার, ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। সিনেমা হল মালিকদের প্রত্যাশা, এবারের ঈদে সিনেমা হলগুলোতে ভালো দর্শক সমাগম হবে।
এই ছয়টি সিনেমার মধ্যে কোনটি দর্শকের বেশি মন জয় করবে, তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের!
বাংলাবার্তা/এমএইচ