
ছবি: সংগৃহীত
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার সিনেমা ‘ডেন অব থিভস-২ : প্যান্টেরা’। এতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, ও-শেনা জ্যাকসন জুনিয়র, এভিন আহমাদ, সালভাতর এসপোসিতো প্রমুখ।
অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে ক্রাইম ড্রামা ঘরানার নতুন সিরিজ ‘ডোপ থিফ’। সিরিজটি পরিচালনা করেছেন পিটার ক্রেইগ। এতে অভিনয় করেছেন ব্রায়ান হেনরি ও ওয়াগনার মওরে প্রমুখ।
প্রাইম ভিডিও-তে চলছে ব্রিটিশ কমেডি সিরিজ ‘ফ্লেব্যাগ’। নির্মাণ করেছেন ফোবি ওয়ালার-ব্রিজ। অভিনয় করেছেন ওয়ালার-ব্রিজ, সিয়ান ক্লিফোর্ড, অ্যান্ড্রু স্কট প্রমুখ।
হইচইতে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’। এতে অভিনয় করেছেন সন্দীপ্ত সেন, সৌম্য ব্যানার্জি, আঞ্জনা রয়, অনিন্দ চ্যাটার্জি, রাহুল দেব বোস।
বিঞ্জে মুক্তি পেয়েছে ভৌতিক ঘরানার শর্টফিল্ম ‘সন্ধ্যাতারা’। এতে অভিনয় করেছেন ইরিন আফরোজ, এশানোর রহমান, শহীদ উন নবী, রেশমি প্রমুখ।
নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২ : দ্য রুল’। এতে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিলসহ অনেকে।
বঙ্গতে দেখা যাচ্ছে নাটক ‘টাকার মেশিন’। নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। অভিনয় করেছেন ইভন, মোমেনা চৌধুরী, আরফান মৃধা শিবলু, লামিমা লাম প্রমুখ।
অ্যামাজন এমএক্স প্লেয়ারে ২০ মার্চ থেকে দেখা যাচ্ছে হিন্দি সিরিজ ‘লুটকান্ড’। অভিনয় করেছেন তানিয়া মানিকতালা, সাহিল মেহতা, জ্ঞানেন্দ ত্রিপাঠি, তৃষ্ণাণ সরকার প্রমুখ।
হইচইতে চলছে ওয়েব সিরিজ ‘মানি হানি’। এটি পরিচালনা করেছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান, লুৎফর রহমান জর্জ, সুমন আনোয়ার, নিশাত প্রিয়ম ও নাজিবা বাশার প্রমুখ।
প্রাইম ভিডিওতে চলছে ওয়েব সিরিজ ‘ট্রাইব্যুনাল জাস্টিস’র দ্বিতীয় সিজন। এতে অভিনয় করেছেন পেট্রি হকিন্স, এডাম লেভি, সান্দ্রা এলেন, পেট্রিসিয়া প্রমুখ।
বাংলাবার্তা/এমএইচ