
ছবি: সংগৃহীত
বলিউডের অন্যতম আলোচিত প্রেমকাহিনি ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক। ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার শুটিং থেকেই এই সম্পর্কের সূচনা। একসময় বিয়ের গুঞ্জনও উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। সম্প্রতি সালমানের ভাই আরবাজ খান জানিয়েছেন, ঠিক কী কারণে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল।
আরবাজের ভাষ্যমতে, ঐশ্বরিয়া সেই সময় বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। নব্বইয়ের দশকে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতার পর তিনি ক্যারিয়ারের দিকে মনোযোগী ছিলেন। বলিউডে নিজের অবস্থান শক্ত করতে চেয়েছিলেন, তাই সংসারে মন দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার।
অন্যদিকে, সালমান খান সেই সময় নিজের ব্যক্তিগত জীবনে স্থির হতে চেয়েছিলেন। তিনি ঐশ্বরিয়াকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ঐশ্বরিয়া তখন অভিনয় জীবন নিয়ে ব্যস্ত ছিলেন।
আরেকটি বড় কারণ ছিল সালমানের ভাবমূর্তি। ঐশ্বরিয়ার পরিবার মনে করত, সালমানের নারীঘনিষ্ঠ জীবনধারা তাদের মেয়ের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে ঐশ্বরিয়ার বাবা সালমানকে জামাই হিসেবে মেনে নিতে চাননি। ফলে ধীরে ধীরে তাদের সম্পর্কে চিড় ধরে এবং একসময় সম্পর্ক ভেঙে যায়।
এখনও বলিউডে গুঞ্জন রয়েছে, ঐশ্বরিয়ার প্রতি সালমানের অনুভূতি আজও রয়ে গেছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কখনোই কিছু বলেননি সালমান।
বাংলাবার্তা/এমএইচ