
ছবি: সংগৃহীত
এবারের ঈদুল ফিতরেও বাংলা সিনেমার প্রদর্শনে দারুণ সাফল্য এসেছে স্টার সিনেপ্লেক্সে। স্টার সিনেপ্লেক্সে এবারের ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা, যার মধ্যে অন্যতম ছিল ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’। এই তিনটি সিনেমাই প্রথম দিনেই দারুণ সাড়া পেয়েছে দর্শকদের কাছ থেকে।
শুরু থেকেই বিপুল দর্শকপ্রতিবেদন
স্টার সিনেপ্লেক্সে ঈদের দিন থেকেই বরবাদ, দাগি এবং জংলির সিনেমার শো ছিল ‘সোল্ড আউট’। চাঁদ রাত থেকেই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এবং সেগুলো দ্রুত শেষ হয়ে যায়। বসুন্ধরা শাখার টিকেট কাউন্টারেই ছিল দর্শকদের দীর্ঘ লাইন, যেখানে তারা শুধুমাত্র বাংলা সিনেমা দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন।
এবারের ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর মধ্যে ছিল ‘অন্তরাত্মা’, ‘চক্কর’ ও ‘জ্বীন ৩’, তবে বরবাদ, দাগি ও জংলির শো ছিল সবচেয়ে জনপ্রিয়। স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রথম দিন থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে, যা তাদের জন্য আশাব্যঞ্জক।
বিভিন্ন ফরম্যাটে মুক্তি
স্টার সিনেপ্লেক্সে ‘বরবাদ’ ও ‘দাগি’ সিনেমাগুলোর ৩৪টি করে শো ছিল, অন্যদিকে ‘চক্কর’ পেয়েছে ২১টি এবং ‘জংলি’ ১৬টি শো পেয়েছে। পাশাপাশি, সিঙ্গেল স্ক্রিনে বরবাদ সিনেমার একচ্ছত্র আধিপত্য লক্ষ্য করা গেছে, যেখানে ১১০টি সিঙ্গেল স্ক্রিনে এটি প্রদর্শিত হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া
সিনেমা মুক্তির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদ, দাগি ও জংলি নিয়ে দারুণ আলোচনা শুরু হয়েছে। দর্শকরা সিনেমা দেখে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন এবং সিনেমার স্ক্রিণশট পোস্ট করছেন। এখনও পর্যন্ত কোনো নেতিবাচক রিভিউ চোখে পড়েনি, যা আরও ভালো লক্ষণ।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও জানিয়েছে, এবারের ঈদে সিনেমা মুক্তির পর তাদের সন্তুষ্টি প্রকাশ করা হচ্ছে, এবং তারা আশা করছেন এই সাফল্য অব্যাহত থাকবে।
বাংলাবার্তা/এমএইচ