
ছবি: সংগৃহীত
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যের জন্ম দিয়েছেন। ঈদের রাতে (৩১ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে দেখা যায়, তার হাতে ক্যানোলা পরা অবস্থায় মেহেদির রঙে ‘এস’ অক্ষর আঁকা রয়েছে।
পরীমণি ছবির ক্যাপশনে লিখেছেন, "ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরী। আল্লাহ ভরসা।"
এই পোস্টের পরপরই তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের চোখ আটকে গেছে ‘এস’ অক্ষরে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা-কল্পনা।
নেটিজেনদের বেশিরভাগই ধারণা করছেন, এই ‘এস’ আসলে তরুণ গায়ক শেখ সাদীর নামের প্রথম অক্ষর, যার সঙ্গে পরীমণির সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে। এর আগে একাধিকবার পরী ও শেখ সাদী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে একে অপরের প্রতি বিশেষ অনুভূতির ইঙ্গিত দিয়েছেন।
তবে পরীমণি বা শেখ সাদী কেউ-ই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়ে কিছু বলেননি। ফলে এই মেহেদির অক্ষর কাকে ইঙ্গিত করছে, তা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
ফেসবুক পোস্ট দেখতে লিংকে ক্লিক করুন
বাংলাবার্তা/এমএইচ