
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরের দিনে মুক্তি পেয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেও পাইরেসির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে এ বিষয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি। পরে পরিচালক মেহেদি হাসান ও প্রযোজক শাহরিন ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে অভিযোগ জানান।
পরিচালক মেহেদি হাসান জানান, "সিনেমাটি ১২০টি হলে চলছে, তবে কোন হল থেকে পাইরেসি হয়েছে, তা এখনও নিশ্চিত নই।"
প্রযোজক শাহরিন বলেন, "মুক্তির আগেই পাইরেসি রোধের জন্য একটি প্রতিষ্ঠান দায়িত্বে ছিল, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাইরেটেড ফুটেজ সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। তবে যারা হল থেকে সিনেমা কপি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান।
পাইরেসির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাবার্তা/এমএইচ