
ছবি: সংগৃহীত
নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’তে চমকপ্রদ চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়। সৃজিত মুখার্জির পরিচালনায় এই সিনেমায় কৌশানী চরিত্রটির নাম পূর্ণা আইচ, যে প্রেমিকের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর পারিবারিক অশান্তি ও সমাজের চাপে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তবে, শেষমেশ পূর্ণা নিজের জীবনের নতুন পথ বেছে নিতে সৃজিতের গল্পের এক অদ্ভুত মোড়ে হাজির হয়।
পূর্ণার চরিত্রটি জীবনে বড় বিপর্যয়ের পর একটি অন্যরকম দিক দেখতে শুরু করে। প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর সে ‘কিলবিল সোসাইটি’তে পৌঁছায়, যেখানে পরিচয় হয় ভাড়াটে খুনি মৃত্যুঞ্জয় করের (পরমব্রত চট্টোপাধ্যায়) সঙ্গে, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন প্রেমের গল্প। এই গল্পে প্রেম, মৃত্যু ও আত্মবিশ্বাসের নানা বিষয় উঠে এসেছে।
কৌশানী মুখোপাধ্যায় চরিত্রে অভিনয়ের জন্য নিজের লুক বদলেছেন এবং সৃজিতের চিত্রনাট্য অনুযায়ী সাহসী দৃশ্যে অংশগ্রহণ করতে রাজি হন। কৌশানী নিজের চরিত্রে চুম্বন দৃশ্যের বিষয়টি নিয়ে বলেন, “চুমু খাওয়ার দৃশ্যটি চিত্রনাট্যের জন্য জরুরি ছিল এবং এই চরিত্রে অনেক কিছু করার সুযোগ ছিল। আমি জানতাম এই চরিত্রের মধ্যে অনেক গভীরতা রয়েছে, তাই সেই দৃশ্যগুলো করতে কোনও অসুবিধা হয়নি।”
এবার, সৃজিতের ‘কিলবিল সোসাইটি’ সিনেমার মুক্তি আসছে ১১ এপ্রিল, যেখানে দর্শকরা দেখতে পাবেন এক নতুন দৃষ্টিভঙ্গি, রোমাঞ্চকর গল্প এবং চরিত্রের জটিলতা।
বাংলাবার্তা/এমএইচ