
ছবি: সংগৃহীত
বলিউড বাদশা শাহরুখ খান ও তার পরিবারকে নিয়ে একের পর এক নতুন খবর শিরোনামে উঠে আসছে। কিছুদিন আগে মুম্বাইয়ের আইকনিক বাড়ি ‘মান্নাত’ ছেড়ে নতুন জায়গায় পাড়ি জমিয়েছেন তিনি, এবার তার স্ত্রী গৌরী খানও নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন।
মান্নাত ছেড়ে নতুন ঠিকানায় শাহরুখ খান
শাহরুখ খান তার দীর্ঘদিনের নিবাস মান্নাত ছেড়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি চারতলা অ্যাপার্টমেন্ট লিজ নিয়েছেন। এই বাড়িটি সংস্কারের জন্য খান পরিবার আপাতত অন্যত্র বসবাস করছে বলে জানা গেছে।
গৌরী খানের ফ্ল্যাট বিক্রি
২০২২ সালে মুম্বাইয়ের দাদর এলাকায় বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনেছিলেন গৌরী খান, যার জন্য তিনি সাড়ে ৮ কোটি টাকা খরচ করেছিলেন। কিন্তু সম্প্রতি সেই ফ্ল্যাটটি ৩৭% মুনাফা সহকারে ১১.৬১ কোটি টাকায় বিক্রি করেছেন তিনি।
কেন বিক্রি করা হলো এই ফ্ল্যাট?
ফ্ল্যাট বিক্রির সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি নতুন সম্পত্তি কেনা বা অন্য বিনিয়োগের জন্য হতে পারে।
শাহরুখ খানের নতুন বাসস্থান
বর্তমানে শাহরুখ খান পালি হিলসের ভাগনানি পরিবারের একটি বাংলোতে ভাড়া থাকছেন।
ভাড়ার পরিমাণ: প্রতি মাসে ১১.৫৪ লক্ষ টাকা
আগাম পরিশোধ: ৩২.৯৭ লক্ষ টাকা
আরেকটি অ্যাপার্টমেন্ট ভাড়া: প্রতি মাসে ১২ লক্ষ টাকা (ডিপোজিট ৩৬ লক্ষ টাকা)
মোট ভাড়া: প্রতি মাসে ২৪ লক্ষ টাকা
২০২৪-এ বড় পর্দায় নেই শাহরুখ
২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র মতো সুপারহিট সিনেমা উপহার দিলেও ২০২৪ সালে শাহরুখের কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে তিনি এখন ‘কিং’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তার মেয়ে সুহানা খানকেও দেখা যাবে।
বাংলাবার্তা/এমএইচ