
ছবি: সংগৃহীত
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কেবল অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিগত জীবনের নানা দারুণ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যও পরিচিত। তিনি প্রায়ই তার পোষ্যদের ছবি, বইপড়া কিংবা ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তবে এবার অভিনেত্রী তার ছাদবাগানের টাটকা সবজির ছবি পোস্ট করে চমক দিলেন ভক্তদের।
ফেসবুকে সবজির ছবি ও জয়ার উচ্ছ্বাস
বৃহস্পতিবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক পেজে জয়া আহসান কিছু টাটকা সবজির ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়— দুই জাতের কুমড়া, লাউ এবং পাকা মরিচ। ক্যাপশনে তিনি ইংরেজিতে লিখেছেন, "বাগান থেকে টাটকা সবজি সংগ্রহ করলাম।"
তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে অনেকেই তার ছাদবাগানের প্রশংসা করেছেন।
নেটিজেন ইমতু মন্তব্য করেছেন, "শুধু ফ্রেশ নয়, দেখতেও দারুণ!"
অন্যদিকে মো. ফয়সাল জানতে চেয়েছেন, "আপা, আপনার ফার্ম হাউস কোথায়?"
পুরস্কারে নতুন পালক জয়ার মুকুটে
শুধু ছাদবাগানই নয়, সম্প্রতি জয়া আহসান তার ক্যারিয়ারে আরও একটি বড় অর্জন যোগ করেছেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’-এ ‘ট্র্যাডিশনাল কুইন অব দি ইয়ার’ পুরস্কার অর্জন করেছেন।
পুরস্কার জয়ের পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া লিখেছেন, "এই স্বীকৃতি পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।"
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে নানা সৃজনশীল কাজের জন্যও জয়া আহসান সবসময় আলোচনায় থাকেন। তার ছাদবাগানের প্রতি ভালোবাসা এবং পরিবেশবান্ধব জীবনযাপন ভক্তদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।
বাংলাবার্তা/এমএইচ