
ছবি: সংগৃহীত
ঢালিউড সুপারস্টার শাকিব খানের ঈদ রিলিজ ‘বরবাদ’ হলে হলে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকদের উপচে পড়া ভিড়ে সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। এবার শাকিব খানের প্রাক্তন স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীও সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলী বলেন, "বরবাদ একটি ঝড়ের নাম, যা অনেক জোরে শুরু হয়ে গেছে। দর্শকের আগ্রহ প্রমাণ করছে এটি একটি ব্লকবাস্টার হতে চলেছে।"
তিনি আরও বলেন, "শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির মেগাস্টার, মহারাজা। তার সিনেমা সুপারহিট হওয়া মানে ইন্ডাস্ট্রির জন্য গর্বের বিষয়। আমি চাই, ‘বরবাদ’ এভাবেই চলুক এবং অন্যান্য সিনেমাগুলোও ভালো চলুক।"
প্রসঙ্গত, বুবলীর অভিনীত ‘জংলি’ সিনেমাটিও এবার ঈদে মুক্তি পেয়েছে এবং দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তবে ‘বরবাদ’-এর জনপ্রিয়তা এক অন্য উচ্চতায় পৌঁছেছে।
বাংলাবার্তা/এমএইচ