
ছবি: সংগৃহীত
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ সম্প্রতি এক আবেগঘন স্বীকারোক্তিতে জানিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রতি তার অগাধ ভালোবাসার কথা। এমনকি এই প্রেম এতটাই গভীর যে রণবীরকে ‘নিজের প্রথম স্বামী’ বলেও দাবি করেছেন তিনি।
অভিনেতা রাহুল অরুণোদয়ের পডকাস্ট শো-তে হাজির হয়ে রণবীরের প্রতি তার ভালো লাগার কথা অকপটে বলেন ঋদ্ধিমা। তিনি বলেন, “রণবীরের প্রতি আমার ভালোবাসা বহুদিনের। যখন ও কলকাতায় এসেছিল, ওকে সামনে থেকে দেখে আমি কেঁদেই ফেলেছিলাম।”
সবচেয়ে মজার বিষয়, ঋদ্ধিমার নামকরণও রণবীরের পরিবার থেকেই অনুপ্রাণিত। তিনি বলেন, “রণবীরের দিদির নাম ঋদ্ধিমা। আমার বাবা-মাও সেই নামটা খুব পছন্দ করেছিলেন। ঋষি কাপুর ও নীতু কাপুরের মেয়ের নামে অনুপ্রাণিত হয়ে আমিও হলাম ঋদ্ধিমা!”
আবেগের চূড়ান্ত প্রকাশে অভিনেত্রী জানান, “রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি। কিন্তু মনে মনে তো অনেক আগেই করেছি।”
বাংলাবার্তা/এমএইচ