
ছবি: সংগৃহীত
এবার ঈদুল ফিতরে মোট ছয়টি সিনেমা মুক্তি পেলেও দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে তিনটি—শাকিব খান অভিনীত 'বরবাদ', আফরান নিশোর 'দাগি' ও সিয়াম আহমেদের 'জংলি'। ঈদের তৃতীয় দিন পর্যন্ত এই তিনটি সিনেমা প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চললেও বাকি তিনটি ছবির বেলায় দর্শক সাড়া তুলনামূলক কম।
ঈদে সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছে 'বরবাদ'—মোট ১২০টি। স্টার সিনেপ্লেক্সে ঈদের দিন থেকে প্রতিদিন গড়ে ৪৪টি শো চলছে, যা আজও অব্যাহত। সিনেমার টিকিট অগ্রিমেই শেষ হয়ে যাচ্ছে, এমনকি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে অতিরিক্ত রাত ১২টার শো চালু করতে হয়েছে দর্শক চাহিদা মেটাতে। দেশের প্রায় প্রতিটি হলে 'হাউজফুল' বোর্ড ঝুলছে 'বরবাদ'-এর নামের পাশে।
'বরবাদ' সিনেমাটি একটি রিভেঞ্জ থ্রিলার, যেখানে প্রতারণা ও প্রতিশোধের গল্প বোনা হয়েছে। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের ইধিকা পাল, আরও আছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবুর মতো তারকারা।
এদিকে, 'দাগি' সিনেমার মাধ্যমে দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদের দিন ৩৪টি শো দিয়ে যাত্রা শুরু করে পরে আরও ১০টি শো বাড়ানো হয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে। শাহরিয়ার শাকিল প্রযোজিত ও শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল।
'জংলি' সিনেমাটিও দর্শকদের মন জয় করেছে। স্টার সিনেপ্লেক্সসহ দেশের ১১টি হলে মুক্তি পাওয়া সিনেমাটি বর্তমানে ১৮টি শো নিয়ে চলছে। প্রতিটি শো-ই 'হাউজফুল' যাচ্ছে বলে জানানো হয়েছে। এম রাহিম পরিচালিত সিনেমাটিতে সিয়াম আহমেদ, শবনম বুবলি, দীঘি ও শিশু শিল্পী নৈঋতা অভিনয় করেছেন।