
ছবি: সংগৃহীত
‘পুষ্পা’ খ্যাত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন হঠাৎ করেই নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তার নাম পরিবর্তনের গুঞ্জন ঘিরে। শোনা যাচ্ছে, ফিল্ম ক্যারিয়ারে আরও উন্নতির লক্ষ্যে জ্যোতিষীর পরামর্শে নামের বানানে পরিবর্তন আনতে চলেছেন অভিনেতা।
বিভিন্ন সূত্র বলছে, নিউমেরোলজি মেনে নিজের নামের সঙ্গে অতিরিক্ত দুটি ‘U’ এবং দুটি ‘N’ যুক্ত করার কথা ভাবছেন আল্লু অর্জুন। তবে এখনো পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগেও বলিউডের অনেক তারকা যেমন আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও প্রমুখ নাম পরিবর্তনের মাধ্যমে ক্যারিয়ারে নতুন মোড় এনেছেন। আল্লু অর্জুন কি সেই পথেই হাঁটছেন? তা সময়ই বলবে, তবে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জল্পনা ছড়িয়েছে এই খবর ঘিরে।
ভক্তদের একাংশ বলছে, “নাম বদলালে যদি আরও ভালো সিনেমা উপহার পান, আমরা তাতেই খুশি!” অন্যদিকে কেউ কেউ মনে করছেন, “অর্জুনের জন্য নাম নয়, তার ট্যালেন্টই যথেষ্ট!”
বাংলাবার্তা/এমএইচ