
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে তার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পরীমনি তার দত্তক নেওয়া কন্যাসন্তানকে দুধ খাওয়ানোর কারণে ওই গৃহকর্মীকে মারধর করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের পর পরীমনি ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন। লাইভে তিনি বলেন, “আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, আমার পরিবার হলো আমার স্টাফরা। একজন গৃহকর্মী দাবি করতে পারেন, তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।”
পরীমনি আরো বলেন, “আমার কাছে সব প্রমাণ আছে, তবে আমি আইনের ওপর শ্রদ্ধাশীল, তাই সেগুলি প্রকাশ করতে চাই না।” তিনি অভিযোগ করেন, মিডিয়া তাকে ট্রায়ালে পরিণত করেছে এবং বলেন, “আমি যদি অন্যায় করি, আমার শাস্তি পাওয়া উচিত, কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়।”
এছাড়া, পরীমনি তার জীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, “এটা আমার লাইফ, আমার জীবন নাটক নয়।”
এর আগে, ২০২১ সালে পরীমনির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল, যার মধ্যে একটি ছিল ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এছাড়া ২০২১ সালের আগস্টে পরীমনির বাসায় র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে।
বর্তমানে পরীমনি বিভিন্ন মামলায় আদালতে পেনাল্টি ও শাস্তির মুখোমুখি হয়েছেন।
বাংলাবার্তা/এমএইচ