
ছবি: সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে প্রেম ও বিয়ের গুঞ্জন ছিল বহুদিনের। একের পর এক নাটকীয় পোস্ট, ভাইরাল ছবি, বিয়ের হলফনামা—সবকিছু মিলিয়ে ভক্তদের মনে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কখনও অভিনেত্রী অহনা রহমান, কখনও বা তানিয়া বৃষ্টি—নামের পাশে বারবার উঠেছিল শামীমের নাম। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যিকারের বিয়ের খবর নিজেই প্রকাশ করেছেন এই জনপ্রিয় অভিনেতা।
শুক্রবার রাতে নিজের সামাজিক মাধ্যমে 'গট ম্যারিড' লিখে একটি ছবি পোস্ট করেন শামীম হাসান সরকার। আর এতেই নিশ্চিত হয়, এবার আর কোনো নাটকের দৃশ্য নয়, বাস্তবেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।
প্রথমদিকে স্ত্রীর পরিচয় গোপন রাখলেও পরে অনুসন্ধানে জানা যায়, শামীমের স্ত্রী মিডিয়ার কেউ নন। তার নাম আফসানা প্রীতি। ফরিদপুরের মেয়ে আফসানা বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তার সামাজিক মাধ্যম প্রোফাইলেও এখন বিয়ের ছবিতে ভরপুর।
তবে এতোদিন ধরে বিয়ে নিয়ে শামীমের নানা ধরনের মজাদার কনটেন্ট ও নাটকের দৃশ্য নিয়ে অনেকে বিভ্রান্ত হয়েছিলেন। একসময় অহনা রহমানের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়। আবার তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের কস্টিউমে ভাইরাল ছবিগুলো দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, তারা হয়তো গোপনে বিয়ে করেছেন। পরে অবশ্য জানা যায়, সবই ছিল নাটকের প্রমোশন ও মজার কন্টেন্টের অংশ।
এসব মজার মধ্য দিয়ে শামীমের বিশ্বাসযোগ্যতা কিছুটা প্রশ্নবিদ্ধ হলেও, তার হঠাৎ করে বাস্তব বিয়ের ঘোষণায় বেশিরভাগ ভক্তই অবাক হয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “এটাও কি নাটকের দৃশ্য?” কেউ আবার অভিনন্দন জানিয়েছেন এবং নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।
শামীম হাসান সরকার বরাবরই সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী, হিউমারসমৃদ্ধ কনটেন্টের জন্য পরিচিত। কিন্তু এবার বাস্তব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে তিনি বেছে নিয়েছেন একেবারে সরল ও সত্যিকারের ভাষা—“গট ম্যারিড”।
ভক্তদের জন্য এটি যেমন একটি চমক, তেমনি শোবিজ অঙ্গনের জন্যও এটি একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, শামীম তার দাম্পত্য জীবন কতটা খোলামেলা ভাগ করে নেন সামাজিক মাধ্যমে, নাকি এবার একটু গোপনীয়তাকেই প্রাধান্য দেবেন তিনি।
বাংলাবার্তা/এমএইচ