
ছবি: সংগৃহীত
ইসরাইলের লাগাতার গণহত্যার প্রতিবাদে কেবল রাজপথ নয়, সরব হয়েছেন বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও। গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় দেখে তারা নিজেদের ভেতরের ক্ষোভ, বেদনা ও প্রতিবাদ জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিশ্বব্যাপী যখন মানবতা বিপন্ন, তখন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে পিছিয়ে নেই বাংলাদেশের তারকারা।
চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, “গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও সত্যি, প্রার্থনা করা ছাড়া আমাদের কিছুই করার নেই। ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশা—গাজার জন্য সবসময় পাশে আছি।”
কণ্ঠশিল্পী আসিফ আকবর লেখেন, “বিদায় রাফা-গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা থাকুক দোজখে। এটি শুধু আর রাজনীতি নয়, এটি নির্মমতার এক ভয়ঙ্কর রূপ।”
অভিনেত্রী জয়া আহসান বলেন, “পৃথিবীকে ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়েছে ইসরাইল। ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চলমান গণহত্যারই প্রমাণ।”
অভিনেতা আরিফিন শুভ লিখেছেন, “গাজার আকাশে যে ধোঁয়া আর অশ্রুর বৃষ্টি, সেই নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা শুধু কাঁদতে পারি, চিৎকার করতে পারি। এই মানুষগুলোর অপরাধ কী—শুধু নিজেদের মাটিতে বাঁচতে চাওয়া?”
এছাড়া অভিনেতা সিয়াম আহমেদ ও তমা মির্জাসহ আরও অনেকেই গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মুখ খুলেছেন। একজন লিখেছেন, “আমরা কি পারলাম না এই শহরটাকে বাঁচাতে?”—এ প্রশ্ন যেন গোটা মানবজাতির বিবেককে নাড়িয়ে দেয়।
বাংলাবার্তা/এমএইচ