
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন সিঙ্গাপুরে ছুটি কাটাচ্ছেন তার একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে। ঈদের ব্যস্ততা শেষে কিছুটা অবসর মিলতেই পাড়ি দিয়েছেন দেশের বাইরে। মঙ্গলবার সকালে অপু নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করেন, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
ছবিগুলোতে দেখা যায়, অপু ও আব্রাম ঘুরছেন সিঙ্গাপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মারলায়ন পার্কে। বিখ্যাত সিংহমূর্তির সামনে দাঁড়িয়ে মা-ছেলের মুখে খুশির ঝলক স্পষ্ট। একটি ছবিতে আব্রামকে দেখা গেছে স্টাইলিশ ভঙ্গিতে লাগেজের পাশে দাঁড়িয়ে থাকতে—ছবিটি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
মা-ছেলের এই বন্ধনের ছবি দেখে নেটিজেনরা আবেগে আপ্লুত। কেউ লিখেছেন, “আব্রাম যেন তার মায়ের প্রতিচ্ছবি।” আবার কেউ মন্তব্য করেছেন, “এই জুটি দেখে হৃদয় গলে যায়।”
অপু বিশ্বাস বর্তমানে এককভাবে ছেলেকে বড় করছেন। যদিও মাঝে মাঝে শাকিব খান ছেলের সঙ্গে সময় কাটাতে আসেন তার বাসায়। গত ঈদেও শাকিব গিয়েছিলেন ছেলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। বাবা-ছেলের সেসব মুহূর্ত তখন বেশ আলোচিত হয়েছিল।
উল্লেখ্য, শাকিব-অপুর বিয়ে হয় ২০০৮ সালের ১৮ এপ্রিল, যা ২০১৭ সালের ১০ এপ্রিল অপু প্রথম প্রকাশ করেন। এক বছর পর, ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে অপুর জীবনের মূল কেন্দ্রবিন্দু তার সন্তান জয়।
বাংলাবার্তা/এমএইচ