
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরের সিনেমা দৌড়ে এবার শাকিব খান বাজিমাত করেছেন ‘বরবাদ’ দিয়ে। ঈদের প্রথম দিনে মুক্তি পাওয়া সিনেমাটি মাত্র সাতদিনেই দেশে আয়ের নতুন রেকর্ড গড়েছে।
‘বরবাদ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছে, সিনেমাটি মুক্তির সাতদিনে সারাদেশে ২৭ কোটি ৪৩ লাখ টাকা আয় করেছে (গ্রস কালেকশন)।
মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। সিনেমায় বিশেষ আকর্ষণ হিসেবে ‘চাঁদমামা’ শিরোনামের আইটেম গানে ক্যামিও করেছেন নুসরাত জাহান।
শুধু ঢাকার সিনেপ্লেক্স নয়, মাল্টিপ্লেক্সের বাইরেও দেশের ১১২টি একক প্রেক্ষাগৃহে চলছে হাউসফুল শো। রাজধানীতেই নবম দিনে চলছে ৬৫টির বেশি শো।
২০২৩ সালের ঈদুল আজাহায় শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা এক মাসে যে পরিমাণ টিকিট বিক্রি করেছিল, ‘বরবাদ’ তা মাত্র সাত দিনেই করে ফেলেছে।
সিনেমাটির সাফল্যকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, গল্প, গান ও শাকিবের তারকাখ্যাতির সম্মিলনেই এই সাফল্য।
এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত ও শহীদুজ্জামান সেলিম।
বাংলাবার্তা/এমএইচ