
ফাইল ছবি
দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটকে ব্যস্ততা থাকলেও সিনেমার প্রতি তার আলাদা টান রয়েছে। সেই টান থেকেই আবারও বড়পর্দায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নতুন এই সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ১২ এপ্রিল থেকে। নির্মিত হচ্ছে ঈদুল আযহা উপলক্ষে মুক্তির লক্ষ্যে। যদিও সিনেমাটির নাম কিংবা পরিচালকের পরিচয় নিয়ে এখনই মুখ খুলতে নারাজ সাদিয়া, তবে তার কথায় স্পষ্ট, এটি একটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি, যেখানে থাকবে বিনোদন, পরিবারিক আবহ ও নাটকীয়তা।
সিনেমাটি নিয়ে সাদিয়া বলেন, ‘এটি পরিবারের সবাইকে নিয়ে হলে গিয়ে দেখার মতো গল্প। আমি খুব এক্সাইটেড কাজটি নিয়ে, তবে পুরো বিষয়টি প্রযোজনা সংস্থার পক্ষ থেকেই প্রকাশ করা হবে। আমি আপাতত প্রস্তুত হচ্ছি, যেন বড়পর্দায় আরও ভালো কিছু দিতে পারি।’
প্রসঙ্গত, ঈদুল আযহাকে কেন্দ্র করে যেসব সিনেমা নির্মাণ হচ্ছে, সেগুলোর মধ্যে অন্যতম একটি হতে পারে এই ছবি। এর আগে শোনা গিয়েছিল, ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে সাদিয়াকে। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।
চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক সুখবর—একজন প্রতিশ্রুতিশীল অভিনেত্রী আবারও বড়পর্দায় আসছেন, নতুন উদ্যম আর গল্প নিয়ে। এখন অপেক্ষা কেবল সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার।
বাংলাবার্তা/এমএইচ