
ছবি: সংগৃহীত
নাটক, সিনেমা আর ওয়েব ফিল্মে নিজস্ব অভিনয়শৈলীর কারণে বিনোদনপ্রেমীদের কাছে আলাদা এক জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিণ। গত ঈদেও তার অভিনীত ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। অপূর্বের সঙ্গে তার রোমান্টিক কেমিস্ট্রি ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়।
তবে ঈদের ব্যস্ততা শেষ হতেই যেন নিজেকে একটু ছুটি দিলেন এই অভিনেত্রী। ব্যস্ততা ফেলে ব্যক্তিগত সময় উপভোগ করতে তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। সেখানেই বর্তমানে রয়েছেন ছুটির আমেজে, পরিবার ও প্রকৃতির ঘনিষ্ঠতায়।
ফারিণের এই সফর কিন্তু শুধুই অবকাশ যাপন নয়। এর পেছনে একটি আবেগঘন কারণও রয়েছে। যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করেন তার স্বামী শেখ রেজওয়ান। পাশাপাশি সেখানে থাকেন তার মামা-মামিও। তাই এই ভ্রমণ শুধু ঘোরাঘুরির নয়, প্রিয়জনদের সান্নিধ্যে সময় কাটানোরও এক সুন্দর উপলক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যায়, যুক্তরাজ্যের লেক, পাহাড় আর প্রকৃতির মাঝে দারুণভাবে সময় কাটাচ্ছেন ফারিণ। কখনও পাহাড়ের ঢালে একান্ত মুহূর্তে নিজেকে মেলে ধরছেন, আবার কখনও সবুজে ঘেরা লেকপাড়ে দাঁড়িয়ে তুলে নিচ্ছেন একগুচ্ছ ছবি।
ছবিগুলোতে স্পষ্ট—নগরজীবনের ব্যস্ততা আর ক্যামেরার আলো থেকে কিছুটা দূরে এসে প্রকৃতির মাঝে ফিরে পেয়েছেন নিজেকে। জীবনের সঙ্গে নিজের সংযোগটা যেন আবার নতুন করে খুঁজে পেয়েছেন ফারিণ।
ভক্তদের উদ্দেশ্যে নিয়মিত ছবি আর ক্যাপশন পোস্ট করে যাচ্ছেন তিনি। কখনও লিখছেন “মনের শান্তি এখানেই”, কখনও আবার হাসিমাখা মুখে বোঝাচ্ছেন—সুখ ঠিক কোথায় লুকিয়ে আছে।
এই সফরের মাধ্যমে শুধু ফারিণ নিজেই নয়, তার ভক্ত-অনুরাগীরাও যেন খানিকটা প্রশান্তি খুঁজে পাচ্ছেন তার ছবির মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশংসার ঝড়ও বইছে।
নাটক-সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী যেন এবার বাস্তব জীবনের এক নতুন চরিত্রে, একজন প্রেমময় জীবনসঙ্গিনী এবং প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসু।
বাংলাবার্তা/এমএইচ