
ছবি: সংগৃহীত
ঈদ মানেই আনন্দ, উৎসব আর বিনোদনের ছড়াছড়ি। আগে এই বিনোদনের সবচেয়ে বড় উৎস ছিল টেলিভিশন নাটক, সিনেমা এবং গান। কিন্তু এখন সময় বদলেছে, আর সেই বদলে যাওয়া সময়ে বিনোদনের নতুন ঠিকানা হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। গত কয়েক বছর ধরে এই প্ল্যাটফর্মগুলোয় মুক্তি পাওয়া কনটেন্টগুলো দর্শকদের ভালোবাসা কুড়োচ্ছে ঈদে বিশেষভাবে। এবারও এর ব্যতিক্রম হয়নি।
সিনেমা ও নাটকের পাশাপাশি ওটিটিতে এবার চারটি কনটেন্ট আলাদা করে নজর কেড়েছে দর্শকদের। বিশেষ করে জয়া আহসান অভিনীত হইচই-র ওয়েব সিরিজ ‘জিম্মি’, শবনম বুবলী অভিনীত সিনেমা ‘ছায়া’, অপূর্ব-ফারিণ জুটির ‘হাউ সুইট’ এবং জনপ্রিয় সিরিজের দ্বিতীয় মৌসুম ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ ঈদ উৎসবে বিশেষ আলোচনায় এসেছে।
জয়ার ‘জিম্মি’ চরিত্রটি ছিল এক সাধারণ চাকরিজীবী নারীর, যে হঠাৎ একটি টাকা ভর্তি বাক্স পেয়ে যায় এবং জীবনের মোড় ঘুরে যায়। আশফাক নিপুণ পরিচালিত এই সিরিজে তার পারফরম্যান্স দর্শকদের আবেগ স্পর্শ করেছে। এমন গল্প ও নির্মাণশৈলী ওটিটিতে এক নতুন মাত্রা এনেছে।
অন্যদিকে বুবলীর ‘ছায়া’ সিনেমাটি ওটিটিতে মুক্তি পেয়েছে আইস্ক্রিনে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং সমাজে ইতিবাচক বার্তা। একজন অনাথ মেয়ের জীবনের চড়াই-উতরাই ফুটে উঠেছে এতে। এমন গল্প ঈদে দর্শকদের আবেগে ছুঁয়েছে।
অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘হাউ সুইট’ ওয়েবফিল্মটি বঙ্গতে মুক্তি পায়। কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত এই কনটেন্টের জন্য বরিশাল-ঢাকায় দীর্ঘ সময় ধরে শুটিং হয়েছে। গল্পের গভীরতা এবং নির্মাণের বিশুদ্ধতা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
আর ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ ওয়েব সিরিজটি প্রথম মৌসুমের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে। রাফিয়াথ রশীদ মিথিলা, নাসির উদ্দিন খান সহ আরও অনেক তারকা অভিনীত এই সিরিজে রহস্য, আবেগ ও চমকের মিশেল ছিল নিখুঁত।
ঈদের পরও ওটিটিতে এসব কনটেন্ট নিয়ে চলছে আলোচনা। দর্শকরা বলছেন—সিনেমা ও নাটকের বাইরে ওটিটিই এখন অনেকের বিনোদনের প্রধান মাধ্যম।
বাংলাবার্তা/এমএইচ