
ছবি: সংগৃহীত
বলিউডের সুপারস্টার শাহরুখ খান শুধু পর্দায়ই নয়, বাস্তব জীবনেও রাজকীয়ভাবে বসবাস করেন। তাঁর জীবনযাপন, পোশাক, গাড়ি থেকে শুরু করে বাড়ির সৌন্দর্য—সব কিছুতেই তারকাসুলভ বিশুদ্ধতা ও জাঁকজমকের প্রতিফলন ঘটে। বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্তদের সেই জৌলুশের আভাস দিতে এবার তিনি খুলে দিলেন নিজেরই এক বিলাসবহুল প্রাসাদের দরজা। ভক্তরা এখন থাকতে পারবেন শাহরুখ খানের লস অ্যাঞ্জেলেসের স্বপ্নময় ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’-তে।
লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা সমুদ্রতীর থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ এই রাজপ্রাসাদে যে কেউ কাটাতে পারেন এক বা একাধিক রাজকীয় রাত। তবে তার জন্য পকেট করতে হবে হালকা নয়—এক রাতের ভাড়া ১ লাখ ৯৬ হাজার টাকা! অর্থাৎ পাঁচ রাত থাকলে খরচ হবে প্রায় ১০ লাখ টাকা!
এই ভিলার মূল থিম সাদা ও বেজ রঙের সংমিশ্রণে গড়ে তোলা হয়েছে, যা প্রথম দেখাতেই চোখে প্রশান্তির ছোঁয়া দেয়। অভ্যন্তরীন স্থাপত্যে ব্যবহার করা হয়েছে বিশাল আয়না, ঝাড়বাতি ও প্রাকৃতিক আলোকে কেন্দ্র করে ডিজাইন করা জগমগে কাচের জানালা। বৈঠকখানার বিরাট সোফা ঘিরে তৈরি করা হয়েছে একটি শৈল্পিক লাইব্রেরি কর্নার, যেখানে বই পড়া এবং চায়ের কাপ হাতে অবসর কাটানো যায় আরামদায়কভাবে।
এই প্রাসাদে আছে মোট ছয়টি ঘর, প্রতিটিই হাই-এন্ড আধুনিক ডিজাইনে সুসজ্জিত। ভিলায় আরও আছে একটি বড় সুইমিং পুল, হটটাব বা জাকুজি এবং একটি সম্পূর্ণরূপে সজ্জিত খোলা ছাদের টেরেস যেখানে দিগন্তজুড়ে দেখা যায় ক্যালিফোর্নিয়ার আকাশ।
শুটিংয়ের ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি পেলে শাহরুখ খান মাঝেমধ্যে নিজেও এই ভিলায় অবসর কাটাতে যান। ২০১৭ সালে যখন অনুশকা শর্মার সঙ্গে ‘হ্যারি মেট সেজল’ ছবির শুটিং হচ্ছিল, তখন শাহরুখ পুরো টিমকে নিয়ে কিছুদিন এখানেই ছিলেন। সেই স্মৃতি আজও চলচ্চিত্র টিমের সদস্যদের কাছে জীবন্ত।
বিশ্বের অন্যতম দামি রিয়েল এস্টেট অঞ্চলগুলোর একটি লস অ্যাঞ্জেলেসে এমন একটি বাড়ি ভাড়া দেওয়ার ঘোষণা অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু শাহরুখের ক্যারিশমা, তার কল্পনার জগতের বাস্তব ছোঁয়া ভক্তদের এমন ‘অভিজ্ঞতা’ নিতে অনুপ্রাণিত করছে।
বাংলাবার্তা/এমএইচ