
ছবি: সংগৃহীত
বাংলাদেশের নাট্যজগতে এক শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০-এর কাছাকাছি। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক কাজল আরেফিন অমি এ তথ্য নিশ্চিত করেন।
অমি জানান, আজ সকাল ৬টা ৪০ মিনিটে গুলশান আরা আহমেদ ইন্তেকাল করেন। কিছুদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুর আগে তাকে হার্ট অ্যাটাকের পর গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং লাইফ সাপোর্টে রাখা হয়।
পরিচালক কাজল আরেফিন অমি নিজের আবেগময় পোস্টে লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকালে ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে তিনি কাবিলার আম্মা ও নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। আমরা আপনাকে মিস করব আপা। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।”
গুলশান আরা আহমেদ নাট্যজগতে পরিচিত মুখ হলেও, তার স্বপ্ন ছিল বড় পর্দার একজন অভিনেত্রী হওয়ার। অভিনয়ের প্রতি ছিল তার অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসার টানেই তিনি যুক্ত হন সিনেমার সাথে। তার প্রথম চলচ্চিত্র ছিল প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’।
তবে তার পথচলা শুরু হয় টেলিভিশনে। ২০০২ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিষেক করেন। এরপর বিভিন্ন সময় জনপ্রিয় নাটক ও ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।
সবশেষে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তার ‘কাবিলার আম্মা’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর হাস্যরসপূর্ণ অথচ বাস্তবঘন অভিনয় দর্শকদের হাসিয়েছে, আবার ছুঁয়েও গেছে। তিনি ছিলেন একজন সহজাত শিল্পী, যিনি প্রতিটি চরিত্রে প্রাণ সঞ্চার করতেন।
তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও নাট্যাঙ্গনজুড়ে গভীর শোক বিরাজ করছে। অভিনয় জীবনে গুলশান আরা হয়তো প্রচুর পুরস্কার পাননি, কিন্তু পেয়েছেন মানুষের ভালোবাসা। তার বিদায়ে এক শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হবে না।
বাংলাবার্তা/এমএইচ