
ছবি: সংগৃহীত
ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই নতুন সিনেমা। গত ঈদুল ফিতরে যেমন জমজমাট ছিল সিনেমার বাজার, প্রেক্ষাগৃহগুলোতে ফিরেছিল প্রাণ, দর্শকরাও ফিরে পেয়েছিল বহুকাঙ্ক্ষিত বিনোদনের স্বাদ। দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহগুলোতে যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে, তা যেন একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বাংলা সিনেমার জন্য। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহাও থাকছে বড় পর্দায় তারকাবহুল একাধিক সিনেমার মহাযুদ্ধ।
গত রোজার ঈদে মোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল, যার মধ্যে ছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। এই দুই সিনেমায় যথাক্রমে অভিনয় করেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল ও দর্শনা বণিক। অন্যদিকে, আফরান নিশো, তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামালের ‘দাগি’, সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘির ‘জংলি’, আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়ার ‘জ্বীন-৩’ এবং মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ ছিল আলোচনায়।
তবে সব সিনেমাই একরকম আলো কাড়তে পারেনি। বক্স অফিস পারফরম্যান্স ও দর্শক প্রতিক্রিয়ার বিচারে ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ সিনেমা দুটি কাঙ্ক্ষিত সাড়া ফেলতে ব্যর্থ হয়। নায়িকা কেন্দ্রিক বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকার নায়িকাদের তুলনায় কলকাতার দুই নায়িকা ইধিকা ও দর্শনা ছিলেন অনেকটাই ম্লান। এমনকি ব্যবসায়িক ব্যর্থতার তালিকায় স্থান পেয়েছেন ঢাকার জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়াও। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢাকার নায়িকারাই, যারা নিজেদের অভিনয় ও উপস্থিতি দিয়ে সিনেমাগুলোতে প্রাণ সঞ্চার করেছেন।
এই প্রেক্ষাপটে ঈদুল আজহার জন্য যেসব সিনেমা নির্মিত হচ্ছে, সেগুলোর কেন্দ্রেও রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রীরা। চলতি সময়েই এসব সিনেমার শুটিং, পোস্ট-প্রোডাকশন ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। ঈদকে ঘিরে উৎসবমুখর পরিবেশে যেমন দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন সিনেমার, তেমনি নির্মাতা ও প্রযোজকরাও সিনেমাগুলোর মুক্তি ঘিরে করছেন নানা পরিকল্পনা।
ঈদে শাকিবের ‘তান্ডব’, জয়ার চমক
প্রত্যেক ঈদেই শাকিব খানের সিনেমা মানেই দর্শকের বাড়তি আগ্রহ। এবারের ঈদুল আজহাও ব্যতিক্রম নয়। রায়হান রাফির পরিচালনায় আসছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তান্ডব’। যদিও সিনেমার প্রধান নায়িকার নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে, এতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বহুমাত্রিক অভিনেত্রী জয়া আহসানকে। তিনি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন।
জয়ার এই বিশেষ উপস্থিতি সিনেমার প্রতি দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। নির্মাতারা মনে করছেন, তার অভিজ্ঞতা ও অভিনয়ের পরিপক্বতা সিনেমাটিকে একটি আলাদা উচ্চতায় নিয়ে যাবে। বিশেষত, গত ঈদে সুনেরাহ ও দীঘির স্বল্প উপস্থিতির মধ্যেও যে দর্শকপ্রিয়তা পাওয়া গেছে, তা জয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের।
ফের আলোচনায় বুবলী, আসছে ‘পিনিক’
প্রায় প্রতিটি ঈদেই দর্শকদের সামনে হাজির হন শবনম বুবলী। গত ঈদেও ‘জংলি’ সিনেমায় সফলভাবে নিজের অবস্থান প্রমাণ করেছেন তিনি। এবার কুরবানির ঈদে আসছে তার নতুন সিনেমা ‘পিনিক’, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন আদর আজাদ। পরিচালনা করছেন জাহিদ জুয়েল। এরই মধ্যে সিনেমাটির কাজ শেষ পর্যায়ে। ঈদে বুবলীর সিনেমা থাকলে দর্শকের আগ্রহ বরাবরই বেশি থাকে, তাই ‘পিনিক’ নিয়েও এমনই প্রত্যাশা।
‘ইনসাফ’ নিয়ে বড় প্রত্যাবর্তন তাসনিয়া ফারিণের
সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘ইনসাফ’ শুরু হয়েছিল রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে, কিন্তু এখন এটি কুরবানির ঈদকে টার্গেট করে এগোচ্ছে। ইতোমধ্যে ৯৫% কাজ শেষ। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ এবং তাসনিয়া ফারিণ। ফারিণের জন্য এটি দ্বিতীয় সিনেমা হলেও ‘ফাতিমা’ দিয়ে তিনি অভিনয়ের দিক থেকে ইতিবাচক প্রশংসা পেয়েছিলেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছিলেন তিনি।
এই সিনেমায় তাকে আরও শক্তিশালী ও ম্যাচিউর চরিত্রে দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। অন্যদিকে মোশাররফ করিম ও রাজের উপস্থিতিও সিনেমাটিকে দর্শকের জন্য আকর্ষণীয় করে তুলবে বলেই আশা করা হচ্ছে।
ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পূজা চেরীর ‘টগর’
নতুন করে নিজেকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট অভিনেত্রী পূজা চেরী এবার আসছেন ‘টগর’ সিনেমা নিয়ে। ইতোমধ্যে এর প্রচারণা জোরেশোরেই শুরু হয়েছে। পূজার বিপরীতে রয়েছেন আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান। অন্যসব সিনেমার চেয়ে প্রচারণার দিক থেকে এগিয়ে রয়েছে ‘টগর’। তাই ঈদে এটি আলোচনার কেন্দ্রে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
দ্বিতীয় সিনেমা নিয়ে মন্দিরার প্রত্যাবর্তন
‘কাজলরেখা’ সিনেমা দিয়ে পরিচিতি পাওয়া মন্দিরা চক্রবর্তী এবার পর্দায় আসছেন ‘নীলচক্র’ সিনেমা নিয়ে। পরিচালনা করছেন মিঠু খান। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সিনেমাটি আগেও মুক্তির কথা শোনা গেলেও নানা কারণে পিছিয়েছে। অবশেষে ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা নিয়ে এগোচ্ছে। নতুন সিনেমায় মন্দিরার অভিনয় কতটা গ্রহণযোগ্যতা পায়, সেটি দেখার অপেক্ষায় আছেন দর্শক ও সমালোচকরা।
বাঁধনের রহস্যজট ‘এশা মার্ডার: কর্মফল’
সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। এটি একটি মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমা। এতে আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ। গত কয়েক বছর ধরেই বাঁধনের বেছে বেছে সিনেমা করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নারীপ্রধান, থ্রিলার ও মনস্তাত্ত্বিক ঘরানার সিনেমায় তার অভিনয়ের গভীরতা প্রশংসিত হয়েছে।
সম্ভাবনার তালিকায় তুষি ও সাদিয়া
এছাড়াও শোনা যাচ্ছে, ঈদে আসতে পারে নাজিফা তুষি ও সাদিয়া আয়মান অভিনীত সিনেমাও। যদিও প্রযোজনা সংস্থা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে আলোচনা আছে এই তারকাদের সিনেমাও থাকছে ঈদের মুক্তির তালিকায়।
ঈদে নায়িকারা সামনে, দর্শকের আগ্রহ চূড়ায়
চলতি বছরের দুটি ঈদেই দেখা যাচ্ছে, সিনেমাগুলোর মূল চালিকাশক্তি হয়ে উঠছেন নায়িকারা। তারা শুধু অভিনয়ের গুণেই নয়, সিনেমার মার্কেটিং ও দর্শকপ্রাপ্তিতেও বড় প্রভাব রাখছেন। শাকিব খান, সিয়াম, মোশাররফ করিম, শরিফুল রাজ, আরিফিন শুভদের মতো তারকা অভিনেতাদের পাশাপাশি জয়া আহসান, বুবলী, পূজা, ফারিণ, বাঁধনদের উপস্থিতিই সিনেমাগুলোকে আকর্ষণীয় করে তুলছে।
সব মিলিয়ে বলা যায়, এই কুরবানির ঈদেও বাংলা সিনেমা থাকছে দারুণ জমজমাট। সিনেমা হলগুলোতে দর্শক ফিরবে কি না, তা সময়ই বলে দেবে, তবে ঈদে মুক্তি প্রতীক্ষিত এসব সিনেমা ইতোমধ্যেই দর্শকদের মাঝে বেশ আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। এখন অপেক্ষা, কোন সিনেমা জিতে নেবে দর্শকের মন, কে হবে ঈদের রাজা কিংবা রানী!
বাংলাবার্তা/এমএইচ