
ছবি: সংগৃহীত
দীর্ঘ অভিনয়জীবনের একটি বড় বিরতির পর ফের নাটকে নিয়মিত হচ্ছেন ছোটপর্দার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রায় এক যুগের বেশি সময় ধরে শোবিজে কাজ করলেও সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে দেখা যায়নি তাকে। তবে এবার সেই বিরতি ভেঙে তিনি ফিরেছেন পুরোদমে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একাধিক নাটকে দেখা যাবে তাকে। সেই নাটকগুলোর একটি হলো ‘বিয়েটা করেই ফেললাম’—যেখানে প্রভার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের তরুণ অভিনেতা যাহের আলভী।
নাটকটির গল্প, চরিত্র ও বার্তা নিয়ে প্রভা জানালেন তার প্রত্যাবর্তনের অভিপ্রায় ও প্রস্তুতির কথা। তিনি বলেন, “আমি এখন থেকে নিয়মিত কাজ করতে চাই। অভিনয় আমার আত্মার জায়গা, দর্শকদের ভালো লাগা আমার অনুপ্রেরণা। তাই সময়ের সাথে তাল মিলিয়ে, দর্শকের চাহিদা অনুযায়ী, গল্পনির্ভর কাজেই নিজেকে যুক্ত রাখার চেষ্টা করছি।”
‘বিয়েটা করেই ফেললাম’ নাটকটি একটি রোমান্টিক-কমেডি ঘরানার হলেও এর ভেতরে লুকিয়ে আছে একটি সামাজিক বার্তা। প্রভা বলেন, “এই নাটকের গল্পের মধ্যে এমন একটি বার্তা আছে যা আজকের সমাজে অনেক প্রাসঙ্গিক। অনেক পরিবারেই আজও সন্তানদের মতামত উপেক্ষা করে জোর করে বিয়ের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। আমরা চেয়েছি এমন একটি গল্প তুলে ধরতে, যেখান থেকে পরিবারগুলো একটু হলেও ভাববে সন্তানের পছন্দ ও সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া উচিত।”
এই নাটকের রচয়িতা জহির করিম এবং যৌথভাবে পরিচালনায় ছিলেন অমিতাভ আহমেদ ও সুব্রত মিত্র। নাটকটি আসন্ন ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতারা নিশ্চিত করেছেন।
তরুণ অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন প্রভা। তার ভাষ্য, “এই সময়ের তরুণ অভিনেতাদের একটা আলাদা দর্শকগোষ্ঠী রয়েছে। তারা ট্রেন্ড বোঝে, দর্শকের রুচি বোঝে এবং চরিত্রে নিজেদের ঢেলে দিতে জানে। আমি তাদের সঙ্গে কাজ করে প্রতিনিয়ত শিখছি। এরকম কিছু নতুন মুখের সঙ্গে কাজ করাটা আমার জন্যও নতুন রকমের অভিজ্ঞতা। বিশেষ করে যাহের আলভী অত্যন্ত প্রতিভাবান ও নিবেদিত একজন অভিনেতা।”
অভিনয়ে দীর্ঘ বিরতির পেছনে প্রভার ব্যক্তিগত কিছু পরিকল্পনাও ছিল। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। সেখানে তিনি একটি বিউটি পার্লার প্রশিক্ষণ কেন্দ্র থেকে রূপসজ্জা বিষয়ক একটি কোর্স সম্পন্ন করেছেন এবং পেয়েছেন প্রশিক্ষণ শেষের সনদপত্র। এ নিয়ে প্রভা বলেন, “শুধু অভিনয় নয়, নিজেকে আরও পরিপূর্ণ করতে, নিজেকে জানার জন্য সময় নিয়েছি। সেই সময়টা আমার জীবনের জন্য খুব প্রয়োজনীয় ছিল। যুক্তরাষ্ট্রে রূপসজ্জা নিয়ে প্রশিক্ষণ করেছি, যা ভবিষ্যতে কাজে লাগবে। তবে অভিনয় আমার প্রথম প্রেম, তাই আবার ফিরেছি আমার আপন জগতে।”
দর্শকদের প্রতিক্রিয়া এবং প্রত্যাশা নিয়েও আশাবাদী প্রভা। তিনি জানান, “যখন আমি কাজ করছিলাম না, তখন অনেকেই ফোন করে বা ইনবক্সে জানতে চেয়েছেন—আমি কবে ফিরছি, কবে আবার নাটকে দেখা যাবে আমাকে। সেই ভালোবাসাই আমাকে আবার টেনে এনেছে ক্যামেরার সামনে। আমি চেষ্টা করছি সেই ভালোবাসার প্রতিদান দিতে। দর্শকদের পছন্দের গল্প, ভালো পরিচালনা, সময়োপযোগী বার্তা—এসব বিবেচনায় রেখেই কাজগুলো বেছে নিচ্ছি।”
শুরুতে মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করা প্রভা খুব দ্রুতই নাটক এবং টেলিফিল্মে নিজের অবস্থান পাকা করে ফেলেছিলেন। নাট্যজগতের একসময়ের ব্যস্ততম মুখ প্রভা এখন আগের চেয়ে অনেক সচেতন, পরিণত এবং পরিপক্ব। এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে তার ভক্তদের জন্য একটি সুখবর।
আসন্ন ঈদে ‘বিয়েটা করেই ফেললাম’ নাটকের মাধ্যমে দর্শক আবার দেখতে পাবেন সেই পুরনো প্রভা—নতুন গল্প, নতুন ছন্দ, নতুন বার্তা নিয়ে। সেই সঙ্গে অপেক্ষা থাকবে আরও কিছু চমকপ্রদ নাটকের, যেগুলোতে ধীরে ধীরে হাজির হবেন তিনি, তার নতুন পথচলায়।
বাংলাবার্তা/এমএইচ