
ছবি: সংগৃহীত
ঢাকা থেকে কলকাতা—দুই বাংলার জনপ্রিয়তার মুকুট মাথায় নিয়ে ছুটে চলা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জীবনে যেন আজকাল নেমে এসেছে অদৃশ্য এক ছায়া। কাজের পরিধি যেমন বিস্তৃত হয়েছে, ব্যক্তিগত জীবন ততটাই দুর্বিষহ হয়ে উঠেছে। অভিনয়ের ঝলমলে দুনিয়ায় সাফল্যের মুকুট অর্জন করলেও, মনের ভেতর জমেছে গভীর হতাশা। কারণ তার দ্বিতীয় সংসার নিয়েও শুরু হয়েছে তীব্র গুঞ্জন, শোনা যাচ্ছে বিচ্ছেদের ঘণ্টা বাজতে চলেছে আরও একবার।
ব্যক্তিগত জীবন: একবার সুখ, দুইবার অনিশ্চয়তা
মিথিলার প্রথম বিয়ে হয়েছিল দেশের জনপ্রিয় গায়ক তাহসান খানের সঙ্গে। ২০০৬ সালের ৩ আগস্ট তারা একে অপরের জীবনসঙ্গী হয়েছিলেন। ক্যারিয়ারের শীর্ষ সময়েই দুজনের প্রেমকাহিনি রূপ নেয় গাঁটছড়িতে। সংসারও চলছিল মধুর। একমাত্র কন্যাসন্তান আইরাকেও নিয়ে ছিল তাদের সুখের সংসার।
কিন্তু সময়ের পরিক্রমায় সেই সংসারে আসে চিড়। ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। অবশেষে ২০১৭ সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। জীবনের এই কঠিন অধ্যায় পেরিয়ে মিথিলা আবার নতুন আশায় জীবন সাজান। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি। নতুন একটি জীবন, নতুন একটি দেশ, নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু হয় মিথিলার।
দ্বিতীয় সংসারেও সুখের ভাঁজে দুঃখের রেখা
বিয়ের শুরুতে সবকিছুই ছিল আনন্দমুখর। মিথিলা নিয়মিত যাতায়াত করেছেন ঢাকা ও কলকাতা দুটো শহরে। কাজের পাশাপাশি সামলে নিয়েছেন দুই দেশের সাংসারিক জীবন। সৃজিতের সঙ্গে তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হাস্যোজ্জ্বল ছবিগুলো ছিল দুই ভুবনের প্রেমের মিষ্টি নজির।
কিন্তু সময়ের আবর্তে ফের দেখা দিয়েছে পুরোনো ছায়া। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের একের পর এক প্রতিবেদনে উঠে এসেছে, সৃজিত-মিথিলার বৈবাহিক সম্পর্ক আর আগের মতো উষ্ণ নেই। বরং ভেতরে ভেতরে জমেছে ফাটল, যার কিনারা যেন বিচ্ছেদই।
কলকাতার বেশ কয়েকটি বিনোদন মাধ্যম বলছে, সৃজিত নাকি ফের মজেছেন অন্য নারীতে। অতীতে যেমন একাধিক নায়িকার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, এবারও তেমনই কিছু গোপন অভিসারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এবারে সেই সম্পর্ক আরও গভীর বলেই সন্দেহ করছেন নেটিজেনরা।
আলেকজান্দ্রা টেলর: নতুন অধ্যায়ের ইঙ্গিত?
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে সৃজিত মুখার্জি ও আলেকজান্দ্রা টেলর নামের এক নারীর ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্ত ও নিন্দুকদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই মন্তব্য করছেন, "এবার সত্যিই নতুন কাউকে নিয়ে এগোচ্ছেন সৃজিত।"
তবে সমালোচনার মুখে সৃজিত নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্টভাবেই বলেছেন, "প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু।" পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন, আলেকজান্দ্রার সঙ্গে কোনো সিনেমা প্রকল্প নিয়ে কথাবার্তা চলছে, যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি।
কিন্তু এসব ব্যাখ্যায় সন্তুষ্ট নন নেটিজেনরা। তারা মনে করছেন, "যেখানে ধোঁয়া, সেখানে আগুন"—তাহলে কি সত্যিই আলেকজান্দ্রার জন্যই ধীরে ধীরে ফাঁক তৈরি হচ্ছে মিথিলা ও সৃজিতের সম্পর্কের গাঁটে?
অতীত ইতিহাস ঘেঁটে আশঙ্কা আরও বাড়ছে
সৃজিত মুখার্জির প্রেমের ইতিহাস কম রঙিন নয়। সময়ের ব্যবধানে একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে। কখনো স্বীকার করেছেন, কখনো দেননি। কিন্তু ‘বদলাতে পারবো’—এই বিশ্বাসে মিথিলা তাকে জীবনসঙ্গী করে নিয়েছিলেন।
অনেকেই বলছেন, মিথিলার আঁচলে বাঁধা পড়েও সৃজিতের চরিত্র বদলায়নি। ভেতরে ভেতরে সেই পুরনো অভ্যাসই যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই তো এতকিছু সহ্য করেও একসময় টেকেনি মিথিলা-সৃজিতের হাসিমুখের গল্প।
মুখে তালা, মনে ঝড়
তবে এখনও পর্যন্ত মিথিলা কিংবা সৃজিত কেউ-ই তাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায়ও দুজনেই বেশ সংযত। ছবি পোস্ট, একসঙ্গে বের হওয়া—এসবেও এসেছে বড়সড় বিরতি।
বিশেষ করে মিথিলা সম্প্রতি একাধিকবার মন খারাপ করা স্ট্যাটাস দিয়েছেন ইনস্টাগ্রামে। ভক্তরা মনে করছেন, এই স্ট্যাটাসগুলো ইঙ্গিত দিচ্ছে তার ভেতরের বেদনার।
শিল্পীর জীবন আলোঝলমলে হলেও ব্যক্তিজীবনের কষ্ট যে কত গভীর হতে পারে, তার প্রমাণ যেন হয়ে উঠছেন রাফিয়াত রশিদ মিথিলা।
শেষ প্রশ্ন: সম্পর্ক টিকবে নাকি ভেঙে যাবে?
এখন প্রশ্ন একটাই—তাইজুলের মতো টিকে থাকার লড়াইয়ে জয়ী হবেন কি মিথিলা? নাকি সৃজিত মুখার্জির জীবনে আরও এক ‘নতুন গল্পের’ শুরু হতে চলেছে?
সত্যিটা সময়ই বলে দেবে। আপাতত শুধু নিশ্চিত হওয়া যাচ্ছে—মিথিলার মন ভালো নেই। জীবনের দ্বিতীয় সংসারেও সুখের বদলে অস্থিরতা, আশঙ্কা আর বিরহের সুর বেজে চলেছে নীরবে।
বাংলাবার্তা/এমএইচ