ছবি:ডা: সানজিদা সরকার স্বর্ণা
মৃত্যুপুরীর সাজানো দেয়াল দেখে আমি উঠে এসেছি
বুলেটের দাবানল ভেদ করে আমি উঠে এসেছি,
শোষকের রক্তচক্ষুর ঘৃণার প্রাস্তর থেকে আমি উঠে এসেছি!
কন্ঠলদ্ধ পাপার মর্মর শব্দ থেকে আমি উঠে এসেছি,
অজস্র মৃত্যু শুক্রাণুর আলপথ বেয়ে আমি উঠে এসেছি
তিমির ক্রন্দনের হাজার মায়ের লোনা জলে আমি উঠে এসেছি!
বিদগ্ধ মানবতাশূন্য অবারিত প্রান্তর যেখানে হিংস্ত্র!
জন্তুজানোয়ারেরা,নরপশুর একটি হায়েরা বাহিনি দলে দলে,
লালিত বোনদের নির্যাতনে নিপিড়িত যন্ত্রণার,
কান্না রোলের অদম্য গালিচার অবরুদ্ধ পথ বেয়ে আমি উঠে এসেছি!
আমি উঠে এসেছি ঐ রক্ত রাঙা মায়ের দামাল ছেলেদের
হাজার হাজার লাশের গন্ধ থেকে!
আমি উঠে এসেছি হাজার স্বামীহারা বিধবা সাদা শাড়ীর
আচঁলের রুদ্র পথের নীলিমা থেকে!
আমি উঠে এসেছি হাজার হাজার মাতৃগর্ভে থাকা
পিতৃহীনা শিশুর কান্না ধ্বনির সিঁড়ি বেয়ে!
আমি উঠে এসেছি আমার হাজার যুবতী বোনের লাল শিখাময়
অবিরল নির্যাতিত রক্তপিন্ডের লেলিহান শিখা হতে!
আমি উঠে এসেছি আনন্দের অবিরল করতলে বিজয় নিশানের
মালা পড়া বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে!
এসজে