বাংলাবার্তা
আমরা সবাই মিলে খোলা মাঠে খোলা গলায় দেশের গান গাইব, গণমানুষের প্রতিবাদের সুরে-স্লোগানে গলা মেলাব। দেখব, দৃপ্ত নাচের মুদ্রা আর ছন্দে প্রতিটা বাণীর অপূর্ব প্রকাশ। আমাদের মহান বিজয় দিবস উদযাপন।
১৬ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছায়ানটের শিল্পীরা জমায়েত হয়। বাঙালির অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা উদ্দীপ্ত রাখার শপথে আমরা একত্র হচ্ছি। নৃত্যগীতের এই আয়োজন পূর্ণাঙ্গ হবে পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের সেই মাহেন্দ্রক্ষণে, কোটি বাঙালির সঙ্গে মিলিতকণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে। আসুন/এসো/আয় জাতীয় পতাকার লাল সবুজে রাঙানো এই অনুষ্ঠানের মাঠমঞ্চ ভরে তুলি, দেশকে জানাই হাজারো সালাম।
বাংলাবার্তা/এসএ