ছবি : সংগৃহীত
নিলামের মাধ্যমে ৭২ কোটি টাকায় কেনা সেই কলা খেয়ে ফেলা হয়েছে। কলাটি খেয়েছেন ক্রেতা জাস্টিন সান নিজেই। গেল সপ্তাহে সদবি’র সমকালীন একটি শিল্প নিলামে কলা কিনেছিলেন তিনি।
ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানাচ্ছে, হংকংয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন জাস্টিন সান। তিনি সেই সংবাদ সম্মেলনে দাঁড়িয়েই কলাটি খেয়ে নেন। এসময় তিনি বলেন, ‘এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো।’
কলার এই শিল্পকর্ম ২০১৯ সালের কনসেপ্ট আর্টওয়ার্ক। এর নাম ‘কমেডিয়ান’। এটির স্রষ্টা প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান। শিল্পকর্মটি ডাক্ট টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয়।
এর আগেও দুবার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন। তবে তারা এর জন্য এক টাকাও দেননি।
নিউইয়র্ক টাইমস বলছে, গেল ২০ নভেম্বর নিউইয়র্কের ম্যানহাটন থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে কলাটি কেনা হয়। বাংলাদেশি মুদ্রায় যার দাম মাত্র ৪২ টাকা।
বাংলাবার্তা/এমআর