
সংগৃহীত
প্রতিবছর লাখ লাখ মুসলিম অভিবাসী উন্নত জীবনের আশায় পাড়ি জমান ধনী দেশগুলোতে। নিশ্চিন্তে বসবাসের জন্য মূলত মুসলিমপ্রধান ও ধনী দেশগুলো বেছে নেন তারা। গত কয়েক দশকে সবচেয়ে বেশি বিদেশে পাড়ি জমিয়েছেন সিরিয়ার মুসলমানরা।
সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার মুসলিম নাগরিকদের অভিবাসন বিশ্লেষণ করে ১০টি দেশের তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল মাইগ্র্যান্ট স্টক ২০২০’-এর ওপর ভিত্তি করে তারা ধর্মভিত্তিক এক জরিপের ফলাফলে এ তালিকা প্রকাশ করেন।
পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, সারা বিশ্বে মুসলিমদের অভিবাসীর হার ২৯ শতাংশ। তার মধ্যে ১০ শতাংশ মুসলিম সিরিয়া থেকে অভিবাসী হন। দেশটি থেকে সারা বিশ্বে অভিবাসী হয়েছেন ৮১ লাখ মুসলমান।
২০১১ সালে যুদ্ধের পর থেকে সারা বিশ্বে সিরিয়ার মুসলিমদের অভিবাসনের হার বেড়ে গেছে। তাদেরকে সবচেয়ে বেশি পাশের দেশ তুরস্ক ও লেবাননে যেতে দেখা গেছে। এছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও যান তারা।
সিরিয়ার পর সবচেয়ে বেশি বিদেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় মুসলমানরা। এ দেশের হিন্দুদের চেয়ে মুসলমানদের বিদেশে পাড়ি জমানোর প্রবণতা বেশি। ভারতীয় মুসলিমদের সবচেয়ে বেশি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমানে যেতে দেখা যায়। তিন দেশ মিলিয়ে যাদের সংখ্যা ৭ লাখেরও বেশি।
সিরিয়া ও ভারতের পর বিদেশে পাড়ি জমানোর ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছেন আফগানিস্তানের নাগরিকরা। তাদের সবচেয়ে বেশি যেতে দেখা যায় প্রতিবেশী দেশ ইরান ও পাকিস্তানে। যুগ যুগ ধরে সাবেক সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের দখল চেষ্টা এবং দেশটিতে চলতে থাকা গৃহযু্দ্ধের কারণে তাদের বিদেশে পাড়ি জমাতে হয়েছে।
এরপর সবচেয়ে বেশি বিদেশে পাড়ি জমাতে দেখা গেছে পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন, মিশর, তুরস্ক ও মরক্কোর মুসলমানদের।
যে ১০ দেশের মুসলিমরা বিদেশে পাড়ি জমান বেশি |
|||
ক্রমিক |
দেশ |
সংখ্যা (লাখ) |
শতাংশ |
১ |
সিরিয়া |
৮১ |
১০ |
২ |
ভারত |
৬০ |
৮ |
৩ |
আফগানিস্তান |
৫৫ |
৭ |
৪ |
পাকিস্তান |
৫৩ |
৭ |
৫ |
বাংলাদেশ |
৫২ |
৬ |
৬ |
ইন্দোনেশিয়া |
৪০ |
৫ |
৭ |
ফিলিস্তিন |
৩৯ |
৫ |
৮ |
মিশর |
৩৪ |
৪ |
৯ |
তুরস্ক |
৩১ |
৪ |
১০ |
মরক্কো |
২৫ |
৩ |
এসব দেশের মুসলিমরা যেসব দেশে বেশি যান |
|||
ক্রমিক |
জন্মস্থান |
গন্তব্য দেশ |
সংখ্যা (লাখ) |
১ |
সিরিয়া |
তুরস্ক |
৩৯ |
২ |
আফগানিস্তান |
ইরান |
২৭ |
৩ |
ফিলিস্তিন |
জর্ডান |
২২ |
৪ |
ভারত |
সংযুক্ত আরব আমিরাত |
১৮ |
৫ |
তুরস্ক |
জার্মানি |
১৭ |
৬ |
ইন্দোনেশিয়া |
সৌদি আরব |
১৬ |
৭ |
আফগানিস্তান |
পাকিস্তান |
১৬ |
৮ |
পাকিস্তান |
সৌদি আরব |
১৪ |
৯ |
ভারত |
সৌদি আরব |
১৩ |
১০ |
বাংলাদেশ |
সৌদি আরব |
১২ |
বাংলাবার্তা/এমএইচ