মোস্তাফিজ জুয়েলের গল্পগুলো ছোট নয়
'গল্পগুলো ছোট নয়’ সংকলনের গল্প সংখ্যা সাতাশ এবং প্রতিটি গল্পের শব্দসংখ্যা দুইশো। যা গল্পগ্রন্থকে দিয়েছে অনন্য এক বৈশিষ্ট্য।
গল্পগুলোর মধ্যে ধরা আছে অতীত, বর্তমান এমনকি ভবিষ্যৎ সময়ের বাস্তবতা। প্রকৃতি থেকে শুরু করে পরিবার, সমাজসহ রাষ্ট্রীয় নানা বিষয়ে ছড়িয়েছে গল্পের ব্যাপ্তি। মানব জীবনের পাশাপাশি কিছু গল্পে ফুটে উঠেছে চারপাশে বয়ে চলা অন্য জীবনের চিত্র। গল্পে বাস্তবতার মুখ এতই প্রকট যে গল্পগুলোর শব্দ সংখ্যা কম হলেও পরিধি এবং আবেদন প্রবল, ফলে অঙ্গে ক্ষুদ্র হলেও গল্পগুলো ছোট নয়।
সমাজের অন্ত্যজ শ্রেণি চরিত্র হয়ে এসেছে কয়েকটি গল্পে। কিছু গল্পে এন্টাগোনিস্ট এবং প্রোটাগোনিস্ট উভয়েই নিম্ন সমাজে বসবাসকারী। ফলে আমরা খোঁজ পাই নিম্নবর্গের নিম্নবর্গকে।
সংকলনে চরিত্র হিসেবে পেয়েছি ইতর প্রাণিদের। তারা মানুষের চরিত্র আয়ত্ব করছে। এ এক সার্থক কমেডির আভাস যেন।
গল্পকার মোস্তাফিজ জুয়েল মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন চরিত্র বিনির্মাণে। গল্পের স্বল্প পরিসরে সবটুকু গল্প বলেও তিনি কথক দক্ষতার পরিচয় দিয়েছেন।
‘গল্পগুলো ছোট নয়’ সংকলনের গল্পগুলো বিচিত্র বিষয়বস্তু সমৃদ্ধ, আকর্ষণীয় ভঙ্গিমায় কথিত এবং পাঠকের যাপিত জীবনের অভিজ্ঞতার পরিচয়বাহী। পাঠে নিজের সংশ্লেষ খুঁজে পাওয়া যায়। যা গল্পগুলোকে আরও বাস্তবানুগ করে তোলে।
আসছে অমর একুশে বইমেলা ২০২৩-এ খ্যাতিমান প্রকাশনা সংস্থা ভাষাচিত্র থেকে প্রকাশিত হবে বইটি।