করোনায় আক্রান্ত। ছবি : সংগৃহীত
গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর নতুন কেউ মারা যায় নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৩ জনের।
এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ২৮৭জনে।
বৃহস্পতিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরে করোনার সর্বশেষ তথ্য বিজ্ঞপ্তিতে এই বিষয় জানানো হয়।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৮৬১টি।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ৫৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ৫১৮ জন।
বাংলাবার্তা/এআর