
ছবি: সংগৃহীত
কিংস কলেজ লন্ডনের গবেষকেরা ক্যানসার চিকিৎসায় নতুন এক দিগন্ত উন্মোচনের সম্ভাবনা দেখছেন। তারা এমন একটি অ্যান্টিবডি আবিষ্কার করেছেন, যা অস্ত্রোপচার কিংবা কেমোথেরাপি ছাড়াই ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে স্তন ও জরায়ু ক্যানসারের ক্ষেত্রে এটি কার্যকর বলে দাবি করছেন বিজ্ঞানীরা।
গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন হেথার ব্যাক্স। তিনি জানান, এতদিন সাধারণত রোগ প্রতিরোধে ব্যবহৃত হতো ইমিউনোগ্লোবিউলিন জি (IgG)। কিন্তু তারা গবেষণায় যুক্ত করেছেন ভিন্ন এক ধরনের অ্যান্টিবডি, যার নাম ইমিউনোগ্লোবিউলিন ই (IgE)। এই অ্যান্টিবডিটি ইঁদুরের শরীরে প্রয়োগ করে গবেষকরা দেখেছেন, এটি ক্যানসার কোষের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তোলে।
স্তন ক্যানসারের মধ্যে সবচেয়ে সাধারণ ধরন হলো ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন রিসেপ্টর পজিটিভ এবং HER2 নেগেটিভ ক্যানসার। মূলত HER1 ও HER2 জিন দুইটি এই ক্যানসারের জন্য দায়ী। এর মধ্যে HER2 জিনটি বেশ বিপজ্জনক কারণ এটি অনেক সময় ক্যানসার সেরে যাওয়ার পরেও রোগকে আবার ফিরে আনতে পারে।
গবেষণায় দেখা গেছে, IgE অ্যান্টিবডি শরীরে ঢুকলেই ক্যানসারের জিনকে টার্গেট করে আক্রমণ করে এবং দেহের অন্যান্য রোগ প্রতিরোধী কোষগুলোকেও সক্রিয় করে তোলে। এতে করে ক্যানসার কোষ নির্মূল হয় গোড়া থেকেই। এতে অস্ত্রোপচার বা কেমোথেরাপির প্রয়োজন পড়ে না।
গবেষক সোফিয়া কারাগিয়ান্নিস জানান, শুধু স্তন ক্যানসার নয়, এই অ্যান্টিবডি জরায়ু ক্যানসারসহ আরও অনেক ক্যানসারের ক্ষেত্রেও ভালো ফলাফল দিচ্ছে। মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক সাড়া পাওয়ায় আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যেই এই থেরাপি বিশ্বজুড়ে চালু হতে পারে বলে আশা করছেন গবেষকরা।
বাংলাবার্তা/এমএইচ