ছবি : সংগৃহীত
দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে মিথ্যাচার করায় সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ২৫ ও ২৭ ধারায় মামলার আবেদন করেন মো. সোহাগ মল্লিক নামের এক ব্যক্তি।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে একাধিকবার দেশব্যাপী মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয় এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫-১৬ জুলাই, ২০২৪ সময়কালে মোবাইল ইন্টারনেট এবং গত ১৮ জুলাই, ২০২৪ হতে ২৩ জুলাই, ২০২৪ পর্যন্ত ও ৫ আগস্ট, ২০২৪ তারিখে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ এবং পরে চালু করা হয়। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়া সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় কাজটি সম্পন্ন করা হয়।
তবে ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়ে আসামি গত ১৮ জুলাই বিভিন্ন গণমাধ্যমে জানান, ‘পরিস্থিতি বিবেচনায় ইন্টারনেট বন্ধ করা হয়েছে।’ এর ছয় দিন পর গত ২৪ আগস্ট আসামি অগ্নিকাণ্ডে ডাটা সেন্টার ও ইন্টারনেট ক্ষতিগ্রস্ত হওয়ায় সেবা বিঘ্নিত হয়েছে বলে জানান।
বাংলাবার্তা/এআর