ছবি : সংগৃহীত
আইফোন ১৭ সিরিজ বাজারে আসার আগেই শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। আইফোন-১৭ বাজারে আসার সম্ভাব্য সময় আগামী বছরের সেপ্টেম্বর। আইফোনের এই সিরিজের স্মার্টফোনে সিম ট্রে না রাখার ঘোষণা এসেছে। অ্যাপল তাদের নতুন সিরিজটির ফোন পাতলা ডিজাইনে রাখার জন্য এই সিদ্ধান্ত নেয়।
সংশ্লিষ্ট বিশেসজ্ঞরা বলছেন, ‘ব্যবহারকারীদের নজর কাড়ার জন্য পাতলা ফোনের সিদ্ধান্তে অ্যাপল আইনি ঝামেলায় পড়তে পারে। আইফোন শেষ পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ফোন নিয়ে আসলে চীনের বাজারে সেটি নিষিদ্ধ হতে পারে।’
বর্তমানে সারাবিশ্বে স্মার্টফোনের বাজারে চীন অন্যতম। দেশটির বিপুল সংখ্যক জনগোষ্ঠী আইফোন ও উন্নত প্রযুক্তির ফোন ব্যবহার করে। চীনেই যদি বিশ্বের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন আইফোন ১৭ সিরিজ নিষিদ্ধ হয়ে যায়, তবে বড় ধাক্কা খাবে অ্যাপল।
যদিও এটি কোনও ভূ-রাজনৈতিক কারণে নয়, বরং চীনের নিয়ম অমান্য করার কারণে এই সমস্যার মুখোমুখি হতে পারে অ্যাপল। চিনের নিয়ম অনুযায়ী, প্রত্যেক ফোনে ফিজিক্যাল সিম কার্ড স্লট থাকতে হবে। কিন্তু আইফোন ১৭ সিরিজে ই-সিম প্রযুক্তি আনছে অ্যাপল।
যার জন্য ফিজিক্যাল সিম কার্ডের প্রয়োজন নেই। এই কারণে সে দেশে নিষিদ্ধ হতে পারে আইফোন। চীনের নিয়ম এবং অ্যাপলের ডিজাইন পরিকল্পনার মধ্যে এই সংঘাত ফোনটিকে চীনের বাজারে প্রবেশ করা থেকে আটকাতে পারে।
এদিকে বিশ্বের আইফোন বাজারে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চীনের। মোট বিক্রি হওয়া আইফোনের ১৯ শতাংশ তৈরি হয় চীনেই। তাই সে দেশের নিয়ম অমান্য করলে ক্ষতির মুখে পড়তে পারে সংস্থা। তবে চীন ও আমেরিকার মধ্যে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে, অ্যাপল এই নিয়ম মানতে কতটা রাজি হবে সেটাই দেখার বিষয়।
বাংলাবার্তা/এমআর