
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল প্রতিবছরই বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষে বিশেষ ডুডল প্রদর্শন করে থাকে। এবার, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।
এটি মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে গুগলের হোমপেজে দেখা যাচ্ছে। গুগলের হোমপেজে ঢুকলেই নীল-সাদা আকাশে বাংলাদেশের লাল-সবুজ পতাকাটি ঢেউ খেলে উড়তে দেখা যাচ্ছে। ডুডলের ওপর ক্লিক করলে একটি পপ-আপ উইন্ডোতে লেখা আসছে: “বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৫”।
এছাড়াও, ডুডলটির নিচে ইংরেজিতে গুগল শব্দটি লেখা রয়েছে, এবং সেখানে ক্লিক করলে দিবসটির বিশেষ ডুডল পেজে নিয়ে যাওয়া হয়। এই পেজে গুগল উল্লেখ করেছে, “স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।”
বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন, ২৬ মার্চ, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। স্বাধীনতার সংগ্রামে হাজার হাজার বীর শহীদ হন। সেই সংগ্রামের ফলস্বরূপ বাংলাদেশ আজ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছে।
গুগল এই বিশেষ ডুডল প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে, একটি শক্তিশালী বার্তা প্রদান করেছে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথ ছিল দীর্ঘ এবং কঠিন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু হয়ে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ লাভ করে। এই দিবসটিকে স্মরণ করে বাংলাদেশের নাগরিকরা প্রতি বছর নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
গুগল প্রায়ই বিভিন্ন দেশীয় দিবস, ঐতিহাসিক ঘটনা ও সাংস্কৃতিক উপলক্ষে এমন ডুডল প্রকাশ করে থাকে, যা পৃথিবীর মানুষদের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচিত করতে সহায়তা করে। বাংলাদেশের স্বাধীনতা দিবসেও গুগলের এই উদ্যোগের মাধ্যমে দেশের ইতিহাসকে সারা বিশ্বে আরও ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ