
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিপ্লব ঘটানো প্রতিষ্ঠান ওপেনএআই এবার বিনিয়োগ সংগ্রহের ক্ষেত্রে ইতিহাস গড়ল। জাপানের অন্যতম প্রধান বিনিয়োগ গোষ্ঠী সফট ব্যাংকের সঙ্গে রেকর্ড পরিমাণ ৪০ বিলিয়ন ডলারের একটি চুক্তিতে পৌঁছেছে প্রতিষ্ঠানটি। এই বিনিয়োগ ওপেনএআই-এর গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে সংস্থাটি।
সফট ব্যাংক নিশ্চিত করেছে যে, তারা প্রথম পর্যায়ে ওপেনএআই-কে ১০ বিলিয়ন ডলার প্রদান করবে, যা ২০২৫ সালের শেষ নাগাদ আরও ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। তবে দ্বিতীয় ধাপের অর্থ পেতে হলে ওপেনএআইকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ওপেনএআই-এর নতুন এআই মডেল ও গবেষণার জন্য এই বিশাল তহবিল তাদের সক্ষমতা বাড়াবে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নতুন কণ্ঠস্বর-ভিত্তিক এআই মডেলের উন্নয়ন ঘোষণা করেছে, যা মানুষের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারবে। এই বিনিয়োগের ফলে, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ প্রযুক্তি আরও দ্রুত এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ